খোলাবাজারে ডলারের চড়া দাম
অর্থনীতি
খোলাবাজারে ডলারের চড়া দাম
সংকটের মধ্যেও খোলাবাজারে বেশি দাম দিলেই মিলছে ডলার। বেশ কিছু মানি এক্সচেঞ্জ হাউসে সরকারের নির্ধারিত দামের চেয়ে পাঁচ থেকে সাড়ে পাঁচ টাকা বেশিতে ডলার বিক্রি হচ্ছে। বিষয়টিকে অবৈধ বলছে বাংলাদেশ ব্যাংক।

তথ্যমতে, চরম সংকটে ধুঁকছে ডলার মার্কেট। রাজধানীর এক্সচেঞ্জ হাউসগুলো ঘুরেও ন্যায্য দামে ডলার পাচ্ছে না গ্রাহকরা। উচ্চ বিনিময় হারের মাধ্যমে মুনাফার অভিযোগে বাংলাদেশ ব্যাংক ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযানে সিলগালা করে দেওয়া হয়েছে রাজধানীর দিলকুশা এলাকার চারটি এক্সচেঞ্জ হাউস। এরমধ্যেও বেশি টাকা দিলে ডলার বিক্রিতে রাজি খোলাবাজার বা কার্ব মার্কেটের অনেক বিক্রেতা। বাজারে ১১১ টাকা ১০ পয়সার কিনে ১১৩ টাকা পর্যন্ত বিক্রির নির্দেশনা থাকলেও ডলার বিক্রি হচ্ছে ১১৭ টাকা ৫০ পয়সায়।

এ নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন ক্রেতারা। তবে অবৈধ হলেও চাহিদা থাকায় বেশি দামে ডলার বিক্রির কথা স্বীকার করছেন বিক্রেতারা। তারা বলেন, অনেকেই এসে হাতে-পায়ে ধরে কিছু ডলার চান। সেক্ষেত্রে কিছু টাকা বেশি নিয়ে মানুষের উপকার করলে সেটি কি অভিযোগ? নিজেরাও ব্যবসা করছি, তাদেরও উপকার করছি।বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র মো. মেজবাউল হক বলছেন, নির্ধারিত দামেই ডলার বিক্রি করতে হবে। অবৈধভাবে ডলার বিক্রেতাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। তাদের ছাড় দেওয়া হবে না। এদিকে, সরকারি ব্যাংকগুলোতে বিদেশ ভ্রমণে ডলার বিক্রি বন্ধ থাকলেও শিক্ষা ও চিকিৎসা জন্য দেওয়া হচ্ছে কিছু ডলার। 
অর্থনীতি
আরো পড়ুন