'২০২৩ সালে তেলের দাম প্রতি ব্যারেল ৯০ ডলার হবে'
আন্তর্জাতিক
'২০২৩ সালে তেলের দাম প্রতি ব্যারেল ৯০ ডলার হবে'
২০২৩ সালে তেলের দাম যতটা ধারণা করা হয়েছিল তার থেকে কম থাকবে বলে জানিয়েছে আন্তর্জাতিক বিশ্লেষক সংস্থা জেপিমর্গান। জেপিমর্গান ব্যাংক তার ২০২৩ সালে ব্রেন্ট অপরিশোধিত তেলের পূর্বাভাস ব্যারেল প্রতি ৯৮ ডলার থেকে ৯০ ডলারে নামার পূর্বাভাস দিয়েছে। 
রাশিয়া তার তেল উৎপাদনকে প্রাক-যুদ্ধের স্তরে স্বাভাবিক করবে বলে আশা সংস্থাটির। ব্রেন্ট অপরিশোধিত তেল বর্তমানে ব্যারেল প্রতি ৮৩ ডলার ৫৫ সেন্ট। জেপিমর্গান-এর পূর্বাভাস অনুযায়ী আগামী বছর তেলের দাম ৮ শতাংশ বাড়তে পারে। তাদের প্রত্যাশা অনুযায়ী রাশিয়ার তেল উৎপাদনের মাত্রা স্বাভাবিক হলে, ভারতে তাদের বিক্রি আরও বৃদ্ধি পাবে। মূলত, মার্কিন যুক্তরাষ্ট্র ইঙ্গিত দিয়েছে যে, ভারত যত খুশি রাশিয়ান তেল কেনা চালিয়ে যেতে পারবে যতক্ষণ না তারা পশ্চিমা বীমা, অর্থ এবং ট্যাঙ্কার ব্যবহার করছে। জেপিমর্গান বিশ্বাস করে যে, আগামী বছরের প্রথমার্ধ হল ‘মার্কিন প্রশাসনের জন্য তেল মজুদগুলো পুনরায় পূরণ করার জন্য সর্বোত্তম সুযোগ’ কারণ অর্থনৈতিক মন্দার উদ্বেগ বাড়ছে৷ আর অর্থনৈতিক চাহিদার আশেপাশের উদ্বেগগুলি সাধারণত তেলের দাম কমিয়ে দেয়।
আন্তর্জাতিকঅর্থনীতিতেলের দাম
আরো পড়ুন