এরদোয়ানের নতুন মন্ত্রিসভা ঘোষণা
আন্তর্জাতিক
এরদোয়ানের নতুন মন্ত্রিসভা ঘোষণা
তৃতীয় মেয়াদে তুরস্কের প্রেসিডেন্ট হিসেবে শপথ নিয়েছেন রিসেপ তাইয়েপ এরদোয়ান। শপথ নেয়ার পরপরই তিনি নতুন মন্ত্রিসভা ঘোষণা করেছেন। এতে সাবেক প্রধান অর্থনৈতিক কর্মকর্তা মেহমেত সিমসেককে অর্থমন্ত্রীর দায়িত্ব দেয়া হয়েছে। খবর আল জাজিরার।
শনিবার (৩ জুন) প্রেসিডেন্ট হিসেবে শপথ গ্রহণের পর স্বাস্থ্য ও সংস্কৃতিমন্ত্রী ছাড়া মন্ত্রিসভার প্রায় সব সদস্যকে পরিবর্তন করেছেন এরদোয়ান। আঠার সদস্যের মন্ত্রিসভায় তুরস্কের ভাইস প্রেসিডেন্ট হয়েছেন সেভডেত ইলমাজ, পররাষ্ট্রমন্ত্রী জাতীয় গোয়েন্দা সংস্থার প্রধান হাকান ফিদান, স্বরাষ্ট্রমন্ত্রী আলী ইয়ারলিকায়া, অর্থমন্ত্রী মেহমেত সিমসেক, শিক্ষামন্ত্রী ইউসুফ তেকিন, প্রতিরক্ষামন্ত্রী ইয়াসার গুলার, যিনি তুরস্কের চিফ অব জেনারেল স্টাফ জেনারেল, আরআইনমন্ত্রীর দায়িত্ব পেয়েছেন ইলমাজ তুনশি। এছাড়া অন্যদের মধ্যে পরিবার ও সমাজসেবামন্ত্রীর দায়িত্ব পেয়েছেন মাহিনুর ওজদেমি, যুব ও ক্রীড়ামন্ত্রী ওসমান আসকিন, স্বাস্থ্যমন্ত্রী ফাহরেত্তিন কোচা, যিনি স্বাস্থ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন।
আন্তর্জাতিক
আরো পড়ুন