সারাদেশ
মিছিলে এমপির হাতে পিস্তল; যা বললেন সাংসদ, খতিয়ে দেখছে পুলিশ
পিস্তল হাতে নিয়ে চট্টগ্রাম-১৬ (বাঁশখালী) আসনের সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান চৌধুরীর মিছিলে নেতৃত্ব দেওয়ার বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছেন চট্টগ্রামের পুলিশ সুপার এস এম শফিউল্লাহ।

ছবি: সংগৃহীত
এ বিষয়ে সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান চৌধুরী বলেন, একজন বিএনপি নেতা যদি প্রকাশ্য জনসভায় বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনাকে কবরে পাঠানোর মতো বক্তব্য দিতে পারেন। দেশের প্রধানমন্ত্রীকে হুমকি দিতে পারেন। তবে আমি বৈধ অস্ত্র নিয়ে অগ্নি সন্ত্রাসীদের প্রতিরোধ করতে মিছিলে অংশ নিলে ক্ষতি কি?
চট্টগ্রামের পুলিশ সুপার এস এম শফিউল্লাহ বলেন, বিষয়টি খতিয়ে দেখার জন্য পুলিশের জেলা বিশেষ শাখাকে (ডিএসবি) নির্দেশ দিয়েছি। অস্ত্রটি বৈধ না কি অবৈধ। কেন অস্ত্র প্রদর্শন করে মিছিল করেছেন। এসব বিষয় তদন্ত করে ডিএসবি আমাকে জানাবে। এরপর কী আইনানুগ ব্যবস্থা নেওয়া যায়, তা বলা যাবে। এ বিষয়ে জানতে চাইলে পুলিশের জেলা বিশেষ শাখার অতিরিক্ত সুপার আবু তৈয়ব মো. আরিফ বলেন, আমরা বিষয়টির খোঁজ নিচ্ছি। এর আগে সোমবার প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকির প্রতিবাদে আয়োজিত মিছিলে তাকে পিস্তল হাতে দেখা যায়। মিছিলের আয়োজন করে বাঁশখালী উপজেলা আওয়ামী লীগ।
বিক্ষোভ মিছিলের একটি ভিডিও ‘মোস্তাফিজুর রহমান এমপি’ নামের একটি ফেসবুক আইডিতে পোস্ট করা হয়। তাতে দেখা যায়, ব্যানার নিয়ে মিছিল করছেন আওয়ামী লীগের নেতাকর্মীরা। ব্যানারের সামনে রয়েছেন সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান চৌধুরী। একপর্যায়ে একটি হাত ব্যাগ থেকে পিস্তল বের করেন তিনি। ব্যাগটি বাঁশখালী উপজেলা ওলামা লীগের সভাপতি আকতার হোসাইনকে দিয়ে পিস্তল নিয়ে তিনি হাঁটতে থাকেন। মিছিলের সামনে থেকে লোকজন ও গাড়ি সরিয়ে দেন কয়েকজন পুলিশ সদস্য।