বিশ্বকাপ জিতে মাকে নাকি অন্য নারীকে জড়িয়ে ধরেছিলেন মেসি?
খেলাধুলা
বিশ্বকাপ জিতে মাকে নাকি অন্য নারীকে জড়িয়ে ধরেছিলেন মেসি?
বিশ্বকাপ ফাইনালে জয়ের পরই আর্জেন্টাইন সুপার স্টার লিওনেল মেসিকে এক মহিলাকে জড়িয়ে ধরতে দেখা যায়। অনেকেই তখন ভেবেছিলেন, ওই মহিলা মেসির মা। কেউ কেউ আবার দাবি করেন, মহিলাটি মেসির পরিবারেরই সদস্য। কিন্তু আসলে তিনি মেসির মা কিংবা পরিবারের সদস্য না। 
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত
জানা যায়, আসলে ওই মহিলার নাম আন্তোনিয়া ফারিয়াস। তিনি আর্জেন্টিনা দলের রাঁধুনি এবং আর্জেন্টাইন ফুটবল সংস্থায় কর্মরত। ফারিয়াস ফাইনালে জেতার পরপরই মাঠে নেমে আসেন। সব ফুটবলারকে অভিবাদন জানিয়ে মেসির দিকে আসেন তিনি। মেসিকেও জড়িয়ে ধরেন। ফারিয়াস কোপা আমেরিকা ও ফাইনালিসিমাতেও আর্জেন্টিনা দলের সঙ্গে ছিলেন। 
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত
এ ছাড়া ২০১৮ সালে রাশিয়া বিশ্বকাপেও মেসিদের সঙ্গে রাঁধুনি হিসেবে যুক্ত ছিলেন। ফারিয়াস আর্জেন্টাইন দলে বেশ জনপ্রিয়। শুধু রান্নার জন্যেই নয়, দলের সবাইকে হাসি-মজায় সবসময় মাতিয়ে রাখেন তিনি।
খেলাধুলাফিফা বিশ্বকাপ ২২
আরো পড়ুন