ব্যাংকে নারী কর্মী বাড়লো ৩.২২ শতাংশ
অর্থনীতি
ব্যাংকে নারী কর্মী বাড়লো ৩.২২ শতাংশ
বছরের ব্যবধানে দেশের ব্যাংকিং খাতে নারী কর্মীর সংখ্যা বেড়েছে ৩ দশমিক ২২ শতাংশ বা এক হাজার ১৯ জন। দেশের ব্যাংকিং খাতে লৈঙ্গিক সমতার প্রতিবেদন প্রকাশ করে সোমবার কেন্দ্রীয় ব্যাংক জানিয়েছে, প্রবেশ পর্যায়ে নারী কর্মীর অংশগ্রহণ বাড়ছে। তবে মধ্যম ও শীর্ষ পর্যায়ে সেই অনুপাতের ধারা বজায় রাখতে পারছে না।
দেশের ৬১টি বাণিজ্যিক ব্যাংকের তথ্য পর্যালোচনা করে কেন্দ্রীয় ব্যাংক জানিয়েছে, গত জুন শেষে বাণিজ্যিক ব্যাংকে নারী কর্মীর সংখ্যা বেড়ে হয় ৩২ হাজার ৫৬৭জন। গত বছরের এই সময়ে ছিল ৩১ হাজার ৫৪৮জন। গত জুন শেষে ব্যাংকে মোট জনবল দাঁড়য়েছে এক লাখ ৯৯ হাজার ৫০৬ জন। যার মধ্যে নারী হচ্ছেন ৩২ হাজার ৫৬৭জন বা ১৬ দশমিক ৩২ শতাংশ। গত বছরের জুন শেষে নারী কর্মীর হার ছিল ১৬ দশমিক ২৮ শতাংশ।
সেখানে বিদেশি ব্যাংকে নারীর অনুপাত হার হচ্ছে ১৫ দশমিক ৮৭ শতাংশ। দেশের ব্যাংকিং খাতে প্রবেশ পর্যায়ে নারী কর্মীর যে সংখ্যা ও অনুপাত দেখা যায় সময়ের আলোকে পদোন্নতির পরবর্তী পর্যায়ে সেই হার কমতে শুরু করে। প্রবেশ পর্যায়ের পরবর্তী ধাপ মধ্যম পর্যায়ে তা কমতে শুরু করে। গত কয়েক বছরের পরিসংখ্যান তাই বলছে। গত জুন শেষে প্রবেশ পর্যায়ে নারী কর্মীর হার ছিল ১৬ দশমিক ৯৯ শতাংশ। সেখানে উচ্চ পর্যায়ে তা হয় ৯ দশমিক ২৮ শতাংশ। একইভাবে ৫০ বছরের বেশি নারী ব্যাংক কর্মীর হার হচ্ছে ৯ দশমিক ২২ শতাংশ।
অর্থনীতি
আরো পড়ুন