সারাদেশ
বাস কেড়ে নিলো শিক্ষকসহ দুই জনের প্রাণ
রাজশাহীর মোহনপুরে যাত্রীবাহী বাসের ধাক্কায় স্কুলশিক্ষকসহ দুইজনের মৃত্যু হয়েছে। সোমবার দুপুর ১টার দিকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়। এর আগে একইদিন সকালে উপজেলার কেশরহাট এলাকায় দুর্ঘটনায় আহত হয়েছিলেন তারা।

রিদ্মিক নিউজ
নিহতরা হলেন- নাকইল আদর্শ উচ্চবিদ্যালয়ের সহকারী শিক্ষক ও কেশরহাট পৌর বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মোস্তাফিজুর রহমান (৪৭) এবং ভ্যান চালক উজ্জ্বল হোসেন (৫৫)। তারা দুজনে নাকইল গ্রামের বাসিন্দা। প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে পুলিশ জানায়, নিহত শিক্ষক মোস্তাফিজুর সকালে কেশরহাট বাজার থেকে ভ্যানযোগে নাকইল গ্রামে বাড়ি ফিরছিলেন। পথে সিনেমা হল মোড়ে ভ্যানটি ডানে মোড় নেয়। এসময় নওগাঁ থেকে ছেড়ে যাওয়া রাজশাহীগামী যাত্রীবাহী বাসটির সঙ্গে ভ্যানে ধাক্কা লাগে। এতে ভ্যানের চালক ও যাত্রী সড়কে ছিটকে পড়েন। পরে স্থানীয়রা গুরুতর আহতবস্থায় তাদের উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। দুপুর একটার দিকে শিক্ষক মারা যান। দুপুর আড়াইটার দিকে মারা যান ভ্যান চালক। মোহনপুর থানায় ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেলিম বাদশাহ বলেন, দুর্ঘটনার পরে বাসটিকে আটক করা হয়েছে। নিহতদের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।