কাতার বিশ্বকাপ: ফাইনালে প্রতি সেকেন্ডে আড়াই কোটি বার্তা হোয়াটসঅ্যাপে
প্রযুক্তি
কাতার বিশ্বকাপ: ফাইনালে প্রতি সেকেন্ডে আড়াই কোটি বার্তা হোয়াটসঅ্যাপে
সদ্য সমাপ্ত বিশ্বকাপ সবদিক দিয়েই অনন্য। অনেকের মতে ইতিহাসের সেরা বিশ্বকাপটাই উপভোগ করলেন তারা। মাঠের খেলা যেমন হৃদয় ছুঁয়েছে সবার, ঠিক তেমনি এবারের বিশ্বকাপ দেখেছে নতুন নতুন রেকর্ডও। সেটি মাঠে যেমন হয়েছে, ঠিক তেমনি মাঠের বাইরেও। 
ছবি: ইন্টারনেট
ছবি: ইন্টারনেট
১৮ ডিসেম্বরের আর্জেন্টিনা–ফ্রান্স ফাইনালে সামাজিক যোগাযোগমাধ্যমে ঘটে গেছে রীতিমতো তুলকালাম। ফাইনালে টাইব্রেকারের সময় প্রতি সেকেন্ডে হোয়াটসঅ্যাপে বার্তা আদান–প্রদান হয়েছে আড়াই কোটি। টুইটারে ফাইনালে ফ্রান্সের গোল হওয়ার মুহূর্তে টুইট হয়েছে ২৪ হাজার করে। এক টুইটে হোয়াটসঅ্যাপ কর্তৃপক্ষ প্রতি সেকেন্ডে আড়াই কোটি বার্তার তথ্য জানিয়েছে। টুইটে তারা বলেছে, ‘বিশ্বকাপ ফাইনালের টাইব্রেকারের সময় প্রতি সেকেন্ডে হোয়াটসঅ্যাপে আড়াই কোটি বার্তা আদান–প্রদান হয়েছে। হোয়াটসঅ্যাপ উপভোগ্য এই বিশ্বকাপের অংশ হতে পেরে আনন্দিত ও গর্বিত।’ ফেসবুক ও হোয়াটসঅ্যাপের মূল প্রতিষ্ঠান মেটার প্রধান নির্বাহী, যিনি ফেসবুকেরও প্রতিষ্ঠাতা, মার্ক জাকারবার্গ জানিয়েছেন, হোয়াটসঅ্যাপে ফাইনালের সময় প্রতি সেকেন্ডে আড়াই কোটি বার্তা আদান–প্রদান হয়েছে।’ টুইটারে ফাইনালের সময় প্রতি সেকেন্ডে ২৪ হাজার টুইট হওয়ার বিষয়টি জানিয়েছেন টুইটারের নতুন মালিক ইলন মাস্ক। তিনি বলেছেন, ‘ফ্রান্সের গোলের মুহূর্তে মোট ২৪ হাজার টুইট করা হয়েছে। বিশ্বকাপে যেটি সর্বোচ্চ।’
প্রযুক্তিফিফা বিশ্বকাপ ২২
আরো পড়ুন