খেলাধুলা
তানজিমের বিষয়টি খতিয়ে দেখছে বিসিবি
এশিয়া কাপে ভারতের বিপক্ষে ওয়ানডে অভিষেক হয় তানজিম হাসান সাকিবের। অসাধারণ বোলিংয়ে নজর কাড়েন ডানহাতি এই পেসার। দুই উইকেট নেওয়ার পাশাপাশি ইনিংসের শেষ ওভারে দারুণ বোলিং করে নিশ্চিত করেন দলের জয়।

প্রশংসায় ভাসতে থাকা সেই তানজিমই এখন দেখছেন মুদ্রার উল্টোপিঠ। বেশ কিছুদিন ধরেই সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ভাসছে তার অতীতের কিছু পোস্ট। যেখানে হেয় করা হয়েছে কর্মজীবী নারীদের। সাকিবের এই বিদ্বেষমূলক পোস্ট নিয়ে রীতিমত বিতর্ক চলছে ফেসবুকে। বাংলাদেশ ক্রিকেটের সর্বোচ্চ সংস্থা বিসিবি বিষয়টি খতিয়ে দেখবে বলে জানিয়েছে। বার্তা সংস্থা এএফপিকে বিসিবি ক্রিকেট অপারেশন্স প্রধান জালাল ইউনুস বলেন, 'বিষয়টি আমাদের নজরে এসেছে। আমরা খতিয়ে দেখছি। '
২০২২ সালের ৯ সেপ্টেম্বর তানজিম তাঁর ফেসবুক পেজে একটি পোস্টে লিখেছিলেন, ‘স্ত্রী চাকরি করলে স্বামীর হক আদায় হয় না, স্ত্রী চাকরি করলে সন্তানের হক আদায় হয় না, স্ত্রী চাকরি করলে তার কমনীয়তা নষ্ট হয়, স্ত্রী চাকরি করলে পরিবার ধ্বংস হয়, স্ত্রী চাকরি করলে পর্দা নষ্ট হয়, স্ত্রী চাকরি করলে সমাজ নষ্ট হয়। ’ ‘অতএব মা-বোনেরা নিজের আত্মমর্যাদা রক্ষার্থে স্বামীর আনুগত্য ও বাসায় অবস্থান করে রানির হালাতে অবস্থান করুন। অতএব মা-বোনেরা দুনিয়া কামাতে যেয়ে আখেরাত না হারিয়ে ঘরে অবস্থান করে স্বামী-সন্তানের খেদমত করে দুনিয়া ও আখেরাত দুটিই কামাই করতে পারবেন ইনশা আল্লাহ। ’ ২০২০ সালে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপজয়ী দলের সদস্য ছিলেন তানজিম। ৬ ম্যাচে খেলে ঝুলিতে পুড়েছিলেন ৭ উইকেট। যুব বিশ্বকাপের পরের আসরে খেললেও খুব একটা সুবিধা করতে পারেননি ২০ বছর বয়সী এই পেসার। তবে লিস্ট 'এ' ক্রিকেটে দারুণ পারফরম্যান্সের সুবাদে জাতীয় দলে জায়গা করে নেন তিনি।