কোন কারণে সুপারিশপ্রাপ্ত শিক্ষকদের সনদ যাচাই করবে এনটিআরসিএ
শিক্ষা
কোন কারণে সুপারিশপ্রাপ্ত শিক্ষকদের সনদ যাচাই করবে এনটিআরসিএ
চতুর্থ গণবিজ্ঞপ্তিতে নিয়োগের প্রাথমিক সুপারিশপ্রাপ্তিদের শিক্ষাগত যোগ্যতার সব সনদ যাচাইয়ের উদ্যোগ নিয়েছে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ)। আগামী ২৬ জুনের মধ্যে সুপারিশপ্রাপ্তদের সকল সনদের সত্যায়িত কপি জমার নির্দেশ দেওয়া হয়েছে।
এনটিআরসিএ সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, চতুর্থ গণবিজ্ঞপ্তির প্রাথমিক সুপারিশের ফল প্রকাশের পর থেকে নানা অভিযোগ উঠতে থাকে। জাল নিবন্ধন সনদ, বয়সে কারসাজি, ইনডেক্সধারী হয়েও তথ্য গোপনসহ একাধিক অভিযোগ জনা হয় এনটিআরসিএতে। এসব অভিযোগের সত্যতা যাচাই করে নির্ভুলভাবে চূড়ান্ত সুপারিশ করতে সনদ যাচাই করা হবে।
এর আগে গতকাল রবিবার সুপারিশপ্রাপ্তদের শিক্ষাগত যোগ্যতার সনদ জমা দিতে নির্দেশনা জারি করে এনটিআরসিএ। ওই নির্দেশনায় বলা হয়েছে, চতুর্থ গণবিজ্ঞপ্তির আওতায় সহকারী মৌলভী ও আইসিটি পদ ব্যাতিত অবশিষ্ট বিভিন্ন পদে প্রাথমিকভাবে নির্বাচিত ৬ষ্ঠ থেকে ১১তম শিক্ষক নিবন্ধনধারীদের শিক্ষাগত যোগ্যতার সকল সনদ আগামী ২৬ জুনের মধ্যে এনটিআরসিএর কার্যালয়ে জমা দিতে হবে। এনটিআরসিএর ওয়েবসাইটে দেওয়া ফরম্যাট অনুযায়ী সনদগুলো সত্যায়িত করে সনদ জমা দিতে হবে।
নির্দেশনায় আরও বলা হয়েছে, নির্ধারিত তারিখের মধ্যে শিক্ষক নিবন্ধনের সনদসহ সকল শিক্ষাগত যোগ্যতার সনদের সত্যায়িত ফটোকপি ও ছকে চাহিদাকৃত তথ্য প্রেরণে ব্যর্থ হলে নিয়োগ সুপারিশের জন্য বিবেচনা করা হবে না।
শিক্ষা
আরো পড়ুন