৯ ডিগ্রির ঘরে তাপমাত্রা, শীত আরও বাড়বে
জাতীয়
৯ ডিগ্রির ঘরে তাপমাত্রা, শীত আরও বাড়বে
৯ ডিগ্রির ঘরে তাপমাত্রা, শীত আরও বাড়বে
৯ ডিগ্রির ঘরে তাপমাত্রা, শীত আরও বাড়বে

এক সপ্তাহের বৃষ্টির প্রবণতা কেটে এখন দেখা দিয়েছে তাপমাত্রা কমার প্রবণতা। বৃহস্পতিবার (২৭ জানুয়ারি) সন্ধ্যা আবহাওয়া অধিদফতর এমন পূর্বাভাস দিয়েছে। এতে বলা হয়েছে, উপ-মহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ এবং তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। আর মৌসুমের স্বাভাবিক লঘুচাপ অবস্থান করছে দক্ষিণ বঙ্গোপসাগরে। আবহাওয়াবিদ মো. শাহীনুল ইসলাম জানান, শুক্রবার (২৮ জানুয়ারি) সন্ধ্যা পর্যন্ত অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। দেশের নদী অববাহিকা ও উত্তর-পশ্চিমাঞ্চলে মাঝারি থেকে ঘন কুয়াশা পড়বে। এবং অন্যত্র হালকা থেকে মাঝারি ধরণের কুয়াশা পড়তে পারে। ঢাকায় এ সময় বাতাসের গতিবেগ থাকবে ঘণ্টায় সর্বোচ্চ ৬ থেকে ১২ কিলোমিটার। সারাদেশের রাতের তাপমাত্রা দুই থেকে চার ডিগ্রি সেলসিয়াস কমতে পারে এবং দিনের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে। বর্ধিত পাঁচ দিনের আবহাওয়া সামান্য পরিবর্তন হবে।

জাতীয়আবহাওয়া
আরো পড়ুন