যে ১৫ কারণে ভেঙ্গে যায় রোজা
ধর্ম
যে ১৫ কারণে ভেঙ্গে যায় রোজা
সারা বিশ্বে পালিত হচ্ছে পবিত্র মাহে রমজান। রোজা মুসলমানদের জন্য অন্যতম একটি গুরুত্বপূর্ণ ফরজ বিধান। বলা হয়েছে, ইসলামের পাঁচটি মূল স্তম্ভের মধ্যে রোজা তৃতীয়। 
ইসলামি শরিয়ামতে, সিয়ামের শুদ্ধতা ও যথার্থতার জন্য নির্ধারিত কিছু বিধিবিধান রয়েছে, যার ব্যতিক্রম ঘটলে রোজা ভঙ্গ হয়, অন্যথায় মাকরুহ হয়ে যায়। মহান আল্লাহ তাআলা প্রত্যেক মুমিন বান্দাকে রমজান মাসে ফরজ রোজা রাখার নির্দেশ দিয়েছেন। প্রত্যেক প্রাপ্তবয়স্ক, সুস্থ ও সবল মুমিনের জন্য রোজা রাখা আবশ্যক। রোজা রাখা অবস্থায় কিছু কাজ করলে রোজা ভেঙ্গে যায়। 
রোজা ভঙ্গের কারণ
  • ইচ্ছা করে বমি করা
  • বমির বেশির ভাগ মুখে আসার পর তা গিলে ফেলা
  • মেয়েদের মাসিক ও সন্তান প্রসবের পর ঋতুস্রাব
  •  ইসলাম ত্যাগ করলে
  • গ্লুকোজ বা শক্তিবর্ধক ইনজেকশন বা সেলাইন দিলে
  • প্রস্রাব-পায়খানার রাস্তা দিয়ে ওষুধ বা অন্য কিছু শরীরে প্রবেশ করালে
  • রোজাদারকে জোর করে কেউ কিছু খাওয়ালে
  •  ইফতারের সময় হয়েছে ভেবে সূর্যাস্তের আগে ইফতার করলে
  • মুখ ভরে বমি করলে
  • ভুলবশত কোনো কিছু খেয়ে, রোজা ভেঙে গেছে ভেবে ইচ্ছা করে আরও কিছু খেলে
  •  বৃষ্টির পানি মুখে পড়ার পর তা খেয়ে ফেললে
  • কান বা নাক দিয়ে ওষুধ প্রবেশ করালে
  • জিহ্বা দিয়ে দাঁতের ফাঁক থেকে ছোলা পরিমাণ কোনো কিছু বের করে খেয়ে ফেললে
  • অল্প বমি মুখে আসার পর ইচ্ছাকৃতভাবে তা গিলে ফেললে
  • রোজা স্মরণ থাকা অবস্থায় অজুতে কুলি বা নাকে পানি দেয়ার সময় ভেতরে পানি চলে গেলে। (ফাতাওয়ায়ে শামি ও ফাতাওয়ায়ে আলমগিরি)।
ধর্মইসলামরমজান
আরো পড়ুন