সস্তায় রাশিয়ার তেল কেনায় শীর্ষে ভারত
আন্তর্জাতিক
সস্তায় রাশিয়ার তেল কেনায় শীর্ষে ভারত
ইউক্রেনে রুশ আগ্রাসন শুরু হওয়ার পরপর রাশিয়া বাজারমূল্যের চেয়ে অনেক কম দামে ভারত ও চীনের কাছে তেল বিক্রি করেছে। দেশটির তেলের ব্যবসার লাগাম টানতে চলতি মাসের শুরুতে সমুদ্রপথে রাশিয়ার তেল সরবরাহে নিষেধাজ্ঞা আরোপ করে ইউরোপীয় ইউনিয়ন। 
ছবি: ইন্টারনেট
ছবি: ইন্টারনেট
সেই সঙ্গে জি-৭ ভুক্ত দেশগুলো রুশ তেল কেনার দর ব্যারেলপ্রতি ৬০ ডলার নির্ধারণ করে। এতেও রাশিয়াকে আটকানো যাচ্ছে না। এখন তারা সেই দরের চেয়েও কম দরে ভারতের কাছে ওরাল ক্রুড তেল বিক্রি করছে। এমনকি কিছু ক্ষেত্রে তারা উৎপাদন খরচের থেকে ১২-১৫ ডলার কমে ভারতের কাছে তেল বিক্রি করছে। ইকোনমিক টাইমসের এক প্রতিবেদনে এই তথ্য উঠে এসেছে। গত মাসে ভারত সবচেয়ে বেশি অপরিশোধিত তেল আমদানি করেছে রাশিয়া থেকে। কিনেছে ৩৭ লাখ টন ওরাল ক্রুড। আবার দেশের অর্থনীতিকে সচল রাখতে তেল বিক্রির বিকল্প নেই রাশিয়ার। তাই এশিয়ার মতো বিকল্প বাজারে অবস্থান ধরে রাখতে অন্যান্য সরবরাহকারীর চেয়ে বেশি ছাড় দিয়ে ক্রেতা আকর্ষণের বিকল্প নেই তাদের। যার সুবিধা পাচ্ছে ভারতের মতো বৃহৎ তেল আমদানিকারী দেশ।
আন্তর্জাতিকভারতরাশিয়াতেলের দাম
আরো পড়ুন