দুবাইয়ের আবাসন খাতে সর্বোচ্চ বিনিয়োগ বাংলাদেশিদের
আরব আমিরাত
দুবাইয়ের আবাসন খাতে সর্বোচ্চ বিনিয়োগ বাংলাদেশিদের
দুবাই বিলাসবহুল শপিংমল, অতি-আধুনিক স্থাপত্য এবং প্রাণবন্ত নৈশকালীন আমোদ-প্রমোদের শহর হিসেবেই পরিচিত। নাগরিকদের বিনিয়োগের তথ্য দুবাইয়ের সরকারি নথি এবং সেই সূত্রে প্রকাশিত স্থানীয় সংবাদপত্রের র‍্যাঙ্কিং—এর বরাতে তথ্য হচ্ছে, করোনার সময়ে ১৮ মাসে দুবাইতে রিয়েল এস্টেট এবং আবাসন খাতে সবচেয়ে বেশি বিনিয়োগ করেছেন বাংলাদেশি ধনাঢ্যরা।
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত
বাংলাদেশিদের বিনিয়োগ নিয়ে দুবাইয়ে ইংরেজি ভাষার টেলার রিপোর্ট এবং আরবি ভাষার ইমারাত আল ইউম প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, বাংলাদেশের ধনী ব্যক্তিরা দুবাইয়ে ১২৩ মিলিয়ন দিরহাম রিয়েল এস্টেটে বিনিয়োগ করেছেন। কভিডের দেড় বছরে এটিই সে দেশে বিদেশি কোনো দেশের নাগরিকদের সর্বোচ্চ বিনিয়োগ। এ ক্ষেত্রে বাংলাদেশিরা নেদারল্যান্ডসকেও হার মানিয়েছে। দেশটির ধনাঢ্যরা ১১৭.৬৭ মিলিয়ন দিরহামের সম্পত্তি কিনে দ্বিতীয় স্থানে আছেন। আর দুবাইয়ে সুইজারল্যান্ডের নাগরিকরা ১১১.২৫ মিলিয়ন দিরহামের সমপরিমাণ বিনিয়োগ করে তৃতীয় স্থানে রয়েছেন। চীনের মতো দেশকেও এ ক্ষেত্রে হার মানিয়েছেন বাংলাদেশিরা। চীনের নাগরিকরা ১০৭.৯ মিলিয়ন দিরহামের সম্পত্তি কিনেছেন। আর জার্মানির নাগরিকরা ১০৫ মিলিয়ন দিরহামের সম্পত্তি কিনে পঞ্চম স্থানে রয়েছেন। আবুধাবিতে বাংলাদেশি ব্যবসায়ী কমিউনিটির এক ব্যবসায়ীর মতে, আরব আমিরাতের রাজধানী আবুধাবিতে প্রায় ২০টি বাংলাদেশি রিয়েল এস্টেট কোম্পানি স্থানীয় প্রতিষ্ঠানের সাথে যৌথভাবে ব্যবসা করছে। এছাড়াও আরও প্রায় ৩০টি বাংলাদেশি এজেন্ট রয়েছে, যারা সংযুক্ত আরব আমিরাতে বাংলাদেশিদের জমি ও অ্যাপার্টমেন্ট কেনায় সহায়তা করে
আরব আমিরাতরিয়েল এস্টেট
আরো পড়ুন