ফারদিন হত্যা: ডিবির চূড়ান্ত প্রতিবেদনে বুশরাকে অব্যাহতি
জাতীয়
ফারদিন হত্যা: ডিবির চূড়ান্ত প্রতিবেদনে বুশরাকে অব্যাহতি
বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষার্থী ফারদিন নূর পরশ (২৪) হত্যা মামলায় বান্ধবী আমাতুল্লাহ বুশরাকে অব্যাহতি দিতে আদালতে চূড়ান্ত প্রতিবেদন দাখিল করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

ছবি: ইন্টারনেট
ছবি: ইন্টারনেট
সোমবার (৬ ফেব্রুয়ারি) রামপুরা থানার আদালতের নিবন্ধন শাখায় এ প্রতিবেদন জমা দেন মামলার তদন্তকারী কর্মকর্তা পরিদর্শক (ডিবি) ইয়াসিন শিকদার। আগামী ১৪ ফেব্রুয়ারি আদালতে এ মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য দিন ধার্য রয়েছে। গত ৮ জানুয়ারি ফারদিন হত্যা মামলায় আমাতুল্লাহ বুশরাকে জামিন দেন সপ্তম অতিরিক্ত ঢাকা মহানগর দায়রা জজ তেহসিন ইফতেখার। এর আগে, ফারদিনকে খুন করা হয়েছে দাবি করে বুশরাসহ অজ্ঞাতনামাদের নামে হত্যা মামলা দায়ের করেন ফারদিনের বাবা। এরপর গত ১০ নভেম্বর সকালে রাজধানীর রামপুরার নিজবাসা থেকে বুশরাকে গ্রেপ্তার করে পুলিশ। 
জাতীয়অপরাধখুনরাজধানী
আরো পড়ুন