আন্তর্জাতিক
যুক্তরাষ্ট্রকে ধ্বংস করতে রাশিয়ার হাতে কতটি পারমাণবিক বোমা!
রাশিয়ার অস্তিত্ব হুমকির মুখে পড়লে যুক্তরাষ্ট্রসহ যে কোনো শত্রুকে ধ্বংস করে দেওয়ার মতো অস্ত্র মস্কোর আছে বলে হুশিয়ার করেছেন রুশ নিরাপত্তা কাউন্সিলের সেক্রেটারি নিকোলাই পাত্রুশেভ।

ছবি: সংগৃহীত
সোমবার রাষ্ট্রীয় রোসিসকায়া গেজেটা পত্রিকাকে দেওয়া সাক্ষাৎকারে ওয়াশিংটন মস্কোর পারমাণবিক সক্ষমতাকে খাটো করে দেখছে বলেও অভিযোগ করেন তিনি। পাত্রুশেভ বলেন, রাশিয়া ধৈর্যশীল এবং সামরিকভাবে নিজেদের সুযোগ-সুবিধা থাকা নিয়ে কাউকে ভয়ও দেখায় না। তবে রাশিয়ার অস্তিত্ব হুমকির মুখে পড়লে দেশটির হাতে বিশেষ আধুনিক অস্ত্র আছে, যেগুলো দিয়ে যুক্তরাষ্ট্রসহ যেকোনও শত্রুকে ধ্বংস করে দেওয়া যায়।
রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন পারমাণবিক সেনা বাহিনীকে "বিশেষ" সতর্কতায় রেখেছেন, যা বিশ্বজুড়ে উদ্বেগ বাড়িয়েছে। কিন্তু বিশ্লেষকরা মনে করেন যে, ইউক্রেনে তৃতীয় কোনো দেশের সম্পৃক্ততা না হওয়ার জন্য সতর্কতা হিসেবে সম্ভবত পারমাণবিক অস্ত্র ব্যবহারের দিকে ইঙ্গিত দিয়েছে রাশিয়। পারমাণবিক অস্ত্র প্রায় ৮০ বছর ধরে পৃথিবীতে বিদ্যমান রয়েছে। এই অস্ত্রধারী দেশ তাদের জাতীয় নিরাপত্তার নিশ্চয়তা অব্যাহত রাখে বলে বিশ্বাস করে।
রাশিয়ার কতটি পারমাণবিক বোমা প্রস্তুত?
বর্তমানে বিশ্বের মাত্র নয়টি দেশের কাছে রয়েছে প্রায় মোট ১২৭০৫ টি পারমাণবিক বোমা। তন্মধ্যে রাশিয়ার কাছেই রয়েছে সবচেয়ে বেশি এ ধ্বংসাত্মক অস্ত্র। ফেডারেশন অব আমেরিকান সায়েন্টিটিস্টস’র তথ্য মতে, রাশিয়ার কাছে বর্তমানে সবচেয়ে বেশি পারমাণবিক বোমা রয়েছে। দেশটিতে পারমাণবিক বোমার সংখ্যা ৫৯৭৭ টি৷ ১৯৪৯ সালে প্রথম পারমাণবিক পরীক্ষা করেছিল দেশটি। এ অস্ত্রে দ্বিতীয় অবস্থানে রয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। মার্কিন যুক্তরাষ্ট্র প্রথম পারমাণবিক বোমা বানিয়ে এটা দ্বিতীয় বিশ্বযুদ্ধে ব্যবহারও করেছে। দেশটির এখন ৫৪২৮ এর মতো পারমাণবিক বোমা রয়েছে। যুক্তরাষ্ট্র ও রাশিয়ার দখলেই রয়েছে অধিকাংশ ধ্বংসাত্মক এ বোমা।

ছবি: সংগৃহীত
ফেডারেশন অফ আমেরিকান সায়েন্টিস্টের মতে, রাশিয়ার ৫৯৭৭টি পারমাণবিক ওয়ারহেড রয়েছে - যে ডিভাইসগুলি পারমাণবিক বোমার বিস্ফোরণ ঘটায়। এর মধ্যে প্রায় ১৫০০টি তেমন সক্রিয় নয় যা ভেঙে ফেলার জন্য সেট করা হয়েছে৷ অবশিষ্ট ৪৮৫০০ বা তার বেশিরভাগকে কৌশলগত পারমাণবিক অস্ত্র হিসেবে বিবেচনা করা হয়। ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র বা রকেট, যা দীর্ঘ দূরত্বে লক্ষ্যবস্তু করা যেতে পারে। এগুলি সাধারণত পারমাণবিক যুদ্ধের সাথে যুক্ত অস্ত্র। বিশেষজ্ঞরা অনুমান করেন যে, প্রায় ১৫০০ রাশিয়ান ওয়ারহেড বর্তমানে "মোতায়েন" রয়েছে। যার অর্থ ক্ষেপণাস্ত্র এবং বোমারু ঘাঁটি বা সমুদ্রের সাবমেরিনগুলিতে স্থাপন করা হয়েছে।