২১ ডিসেম্বর থেকে রিহ্যাবের ৫ দিনব্যাপী আবাসন মেলা
অর্থনীতি
২১ ডিসেম্বর থেকে রিহ্যাবের ৫ দিনব্যাপী আবাসন মেলা
আবাসন খাতের সবচেয়ে বড় মেলা ‘রিহ্যাব ফেয়ার ২০২২’ আগামী ২১ ডিসেম্বর থেকে শুরু হবে। বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আয়োজিত এই মেলা চলবে পাঁচ দিন। শেষ হবে আগামী ২৫ ডিসেম্বর পর্যন্ত।
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত
বৃহস্পতিবার (১৫ ডিসেম্বর) সংগঠনটির ডেপুটি জেনারেল ম্যানেজার (ডিজিএম) মো. আবদুর রশিদ বাবু মেলার তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, আগামী ২১ থেকে ২৫ ডিসেম্বর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে রিহ্যাব ফেয়ার অনুষ্ঠিত হবে। এ নিয়ে আগামী ১৮ ডিসেম্বর রোববার প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে সংবাদ সম্মেলন করা হবে। সেখানে বিস্তারিত তুলে ধরা হবে। প্রতিবছরের ন্যায় এবারও মেলাকে আকর্ষণীয় করতে বিভিন্ন আয়োজন থাকবে বালে জানান তিনি।  আবাসন ব্যবসায়ীদের সংগঠন রিয়েল এস্টেট অ্যান্ড হাউজিং অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (রিহ্যাব) এ মেলার আয়োজন করেছে। 
অর্থনীতিরিয়েল এস্টেট
আরো পড়ুন