ঘুষ নিয়ে ঝগড়া, দিনদুপুরে দুই পুলিশের মারামারি
আন্তর্জাতিক
ঘুষ নিয়ে ঝগড়া, দিনদুপুরে দুই পুলিশের মারামারি
পুলিশের এক সদস্যের বিরুদ্ধে ঘুষ নেয়ার অভিযোগ করেন তারই এক সহকর্মী। এ নিয়ে দুজনের মধ্যে শুরু হয় কথা কাটাকাটি, যা একপর্যায়ে গড়ায় হাতাহাতিতে। রাস্তার মধ্যেই দিনদুপুরে এমন ঘটনা দেখে বিস্মিত হন পথচারীরা। এরইমধ্যে ঘটনার ভিডিও ছড়িয়ে পড়েছে সামাজিক মাধ্যমেও। 
সংবাদমাধ্যম এনডিটিভি জানিয়েছে, ঘটনাটি ঘটেছে ভারতের বিহারের নালন্দায়। ছড়িয়ে পড়া ভিডিওতে দুই পুলিশ কনস্টেবলকে মারামারি করতে দেখা যায়। প্রতিবেদনে বলা হয়, জনসাধারণের সামনেই একজন কনস্টেবল তার অন্য সহকর্মীর বিরুদ্ধে ঘুষ নেয়ার অভিযোগ করেন। প্রথমজন সরে যাওয়ার চেষ্টা করলে অন্যজন তাকে হাতে থাকা লাঠি দিয়ে আঘাত করেন। এরপরই দুজন মারামারিতে জড়িয়ে পড়েন। এদিকে ওই ভিডিওতে শোনা যায়, কয়েকজন পথচারী দুই পুলিশ কনস্টেবলকে সতর্ক করছেন এবং মারামারির জন্য তাদের প্রত্যাহার করা হতে পারে সে কথাও বলছেন। তবে তাদের কথা না শুনে লড়াই চালিয়ে যান ওই দুই পুলিশ সদস্য। পরে স্থানীয়রা হস্তক্ষেপ করে তাদের শান্ত করার চেষ্টা করেন। 
এরইমধ্যে অনেকে ঘটনাটি মোবাইল ফোনে রেকর্ড করে সামাজিক মাধ্যমে শেয়ার করেছেন। ভাইরাল ভিডিও’র বিষয়টি আমলে নিয়ে নালন্দা পুলিশ জানিয়েছে, দুই কনস্টেবলকেই পুলিশ কেন্দ্রে ফেরত পাঠানো হয়েছে এবং এ ঘটনায় তদন্তের নির্দেশ দেয়া হয়েছে। তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেয়া হবে। দুই পুলিশের মারামারির এ ঘটনা এক্স-এ (সাবেক টুইটার) প্রকাশ পাওয়ার পর সেখানে নানা প্রতিক্রিয়া দেখিয়েছেন ইন্টারনেট ব্যবহারকারীরা। উদ্বেগও প্রকাশ করেছেন অনেকে।
আন্তর্জাতিক
আরো পড়ুন