জাতীয়
একদিনে হাসপাতালে ভর্তি ৩৮ ডেঙ্গু রোগী
দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু-আক্রান্ত হয়ে বিভিন্ন হাসপাতালে আরও ৩৮ জন রোগী ভর্তি হয়েছেন। এ নিয়ে বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি আছেন ২২৮ জন। তবে এই সময়ে দেশে ডেঙ্গু-আক্রান্ত কারো মৃত্যু হয়নি। সোমবার (২ জানুয়ারি) সারা দেশের পরিস্থিতি নিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের নিয়মিত ডেঙ্গু বিষয়ক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

রিদ্মিক নিউজ
এতে বলা হয়, বর্তমানে দেশের বিভিন্ন সরকারী ও বেসরকারী হাসপাতালে সর্বমোট ভর্তি রোগী ২২৮ জন এবং ঢাকার ৫৩ টি সরকারী ও বেসরকারী হাসপাতালে মোট ভর্তি রোগী ১৩৭ জন। অন্যান্য বিভাগে বর্তমানে ভর্তি রোগী ৯১ জন। ১ জানুয়ারি ২০২৩ থেকে ২ জানুয়ারি পর্যন্ত মোট ভর্তি রোগী ৭৯ জন এর মধ্যে ঢাকায় মোট ভর্তি রোগী ৪৩ জন। ঢাকার বাইরে ভর্তি রোগী ৩৬ জন। এ পর্যন্ত ছাড়প্রাপ্ত রোগী ৯৪ জন। এর মধ্যে ঢাকায় ৫৫ জন।