৪ তলা থেকে লাফিয়ে পরিবহন ব্যবসায়ীর আত্মহত্যা
সারাদেশ
৪ তলা থেকে লাফিয়ে পরিবহন ব্যবসায়ীর আত্মহত্যা
বগুড়া শহরের দত্তবাড়ি বেনীকুন্ড লেনে চারতলা ভবনের বারান্দা থেকে লাফিয়ে পড়ে এক পরিবহন ব্যবসায়ী আত্মহত্যা করেছেন। বুধবার (৬ সেপ্টেম্বর) রাতে বগুড়া শহরের ফুলবাড়ি পুলিশ ফাঁড়ির ইনচার্জ শফিকুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে একই দিন বিকেল সাড়ে ৪টার দিকে ওই লেনে এ ঘটনা ঘটে।
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত
নিহত দুলাল সাহা (৭০) বেনীকুন্ড লেনে বাবলু সাহার বাড়ির ৪র্থ তলায় স্ত্রী সন্তান নিয়ে ভাড়া থাকতেন। তিনি পরিবহন ব্যবসায়ী ছিলেন। ইনচার্জ শফিকুল ইসলাম বলেন, বুধবার বিকেলে দুলাল ঘর থেকে বের হয় বারন্দায় দাড়িয়ে ছিলে। একপর্যায় বারান্দার রেলিং এর ওপর দিয়ে লাফিয়ে নীচে পড়েন। এ সময় স্থানীয়রা দেখে তাকে উদ্ধার করেন। পরে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তিনি আরও জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, দুলাল বেশ কিছুদিন ধরে মানসিকভাবে বিপর্যস্ত ছিল। এ কারণে তিনি লাফিয়ে পড়ে আত্মহত্যা করতে পারেন। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
সারাদেশবগুড়া
আরো পড়ুন