প্রযুক্তি
শিগগিরই দক্ষিণ এশিয়ার দেশগুলোতে হবে ১০০ অ্যাপল স্টোর
এতদিন ভায়া মাধ্যম হয়ে দক্ষিণ এশিয়ার অনেক দেশ অ্যাপলের পণ্য কিনলেও এবার খোদ দক্ষিণ এশিয়ার দেশগুলোতে হচ্ছে একশটির মতো অ্যাপল স্টোর। তবে কোন কোন দেশে এ অ্যাপল স্টোর হবে তা এখনো জানা যায়নি।

ভারতের প্রযুক্তি মন্ত্রী রাজিব চন্দ্রশেখর জানিয়েছেন, শিগগিরই ভারতের মাটিতে আইফোন উৎপাদন করতে যাচ্ছে ভারতীয় কোম্পানি টাটা গ্রুপ। প্রথম কোনো ভারতীয় কোম্পানি হিসেবে আইফোন উৎপাদনের সুযোগ পাচ্ছে কোম্পানিটি। মূলত টাটা গ্রুপের হাত ধরেই দক্ষিণ এশিয়ায় বাজার বিস্তারের পরিকল্পনা করছে অ্যাপল। শুক্রবার (২৭ অক্টোবর) বার্তাসংস্থা ব্লুমবার্গের এক প্রতিবেদনে বলা হয়, এতদিন ভারতে তাইওয়ানের কোম্পানি উইসট্রন আইফোন উৎপাদন করে আসলেও সম্প্রতি প্রতিষ্ঠানটি নিজেদের আইফোন উৎপাদনের কারখানা টাটা গ্রুপের কাছে বিক্রি করেছে। ভারতের দক্ষিণাঞ্চলের এই কারখানায় এখন থেকে টাটা আইফোন উৎপাদন করবে।
কারখানা বিক্রির ব্যাপারে উইসট্রনের পক্ষ থেকে বলা হয়, ১২৫ মিলিয়ন ডলারে টাটার সঙ্গে প্রতিষ্ঠানটির এ সংক্রান্ত চুক্তি হয়েছে। মূলত নিজেদের উৎপাদন ব্যবস্থা ঢেলে সাজানোর পরিকল্পনা করছে উইসট্রন। সেলক্ষ্যেই কারখানাটি বিক্রি করেছেন তারা। তবে এ ব্যাপারে টাটা গ্রুপের কেউ এখন পর্যন্ত আনুষ্ঠানিকভাবে কোনো মন্তব্য করতে রাজি হোননি।
এ বিষয়ে চন্দ্রশেখর মাইক্রোব্লগিং সাইট এক্সে লিখেছেন, 'ভারতের আইফোন বাজারে এতদিন অবদান রাখার জন্য উইসট্রনকে ধন্যবাদ। ভারত এখন নতুন এক যুগে প্রবেশ করতে যাচ্ছে। নিজেদের মাটিতে নিজেরাই আইফোন উৎপাদন করবে ভারত।' বেশ কয়েকদিন আগে থেকেই গুঞ্জন চলছিল, ১৫৫ বছরের পুরনো কোম্পানি টাটা আইফোন উৎপাদনে নামছে। এ ব্যাপারে টাটা জানিয়েছিল, তারা আইফোন উৎপাদনের সুযোগ পেলে দক্ষিণ এশিয়ার দেশগুলোতে একশটির বেশি অ্যাপল স্টোর দিবে। এতদিন অ্যাপল স্টোর মানেই উন্নত দেশের শোরুম মনে করা হলেও, শিগগিরই দক্ষিণ এশীয় অঞ্চলের বড় বড় শহরগুলোতে এ স্টোর দেখা যাবে।