বিনোদন
হলিউডে পা রাখতে চলেছেন রামচরণ
অস্কার জয়ে বেশ খোশ মেজাজেই আছেন দক্ষিণী তারকা রামচরণ। নতুন খবর হচ্ছে, শিগগিরই হলিউডে পা রাখতে চলেছেন এই তারকা। যদিও এখনই খোলাসা করতে রাজি নন রাম।

অভিনেতা বলেন, হলিউডের চলচ্চিত্রের বিষয়ে এত তাড়াতাড়ি কিছু বলাটা ঠিক হবে না। তবে এরইমধ্যে ছবির চুক্তিতে সই করে দিয়েছেন রাম। যদিও মুখে বলতে একেবারেই নারাজ এই তারকা।