ইন্দোনেশিয়ান হাসপাতালে ইসরাইলের হামলা, বহু হতাহত
আন্তর্জাতিক
ইন্দোনেশিয়ান হাসপাতালে ইসরাইলের হামলা, বহু হতাহত
আবারও হাসপাতালে হামলা চালিয়েছে ইসরাইলি সেনাবাহিনী। উত্তর গাজায় অবস্থিত ইন্দোনেশিয়ান হাসপাতালে চালানো ওই হামলার ঘটনায় বহু হতাহত হয়েছে। 
আল জাজিরার প্রতিবেদন মতে, সোমবার (২০ নভেম্বর) ইসরাইলি ট্যাংক পুরো হাসপাতাল ঘিরে ফেলে বোমা হামলা চালায় হাসপাতালটিতে। এতে এখন পর্যন্ত ১২ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে। আরও অনেকেই আহত হয়েছেন। আহতদের মধ্যে দুজন ডাক্তারও রয়েছেন। এ ঘটনার পরেই জাতিসংঘ, রেড ক্রস ও আন্তর্জাতিক সংস্থাগুলোর কাছে জরুরি সাহায্যের জন্য আবেদন জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। হাসপাতালটিতে কমপক্ষে পাঁচ হাজার বেসামরিক নাগরিক আশ্রয় নিয়েছে বলে গণমাধ্যমকে জানিয়েছেন হাসপাতালের পরিচালক ডাক্তার মারওয়ান আল সুলতান।
আন্তর্জাতিক
আরো পড়ুন