চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনে নৌকার আবদুল ওদুদ জয়ী
রাজনীতি
চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনে নৌকার আবদুল ওদুদ জয়ী
চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের উপনির্বাচনে আওয়ামী লীগ প্রার্থী আবদুল ওদুদ ৫৯ হাজার ৬৩৮ ভোট পেয়ে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন। এদিকে তার নিকটতম স্বতন্ত্র প্রার্থী সামিউল হক লিটন পেয়েছেন ৫৫ হাজার ৯৮০ ভোট।

ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত
বিএনএফ প্রার্থী কামরুজ্জামান খান পেয়েছেন চার হাজার ৪০ ভোট। চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের রিটার্নিং কর্মকর্তা এ কে এম গালিভ খান এই ফল ঘোষণা করেছেন। গালিভ খান জানান, এই সংসদীয় আসনে মোট ভোটার ৪ লাখ ১১ হাজার ৪৯৫ জন। এর মধ্যে পুরুষ ভোটার ২ লাখ ৫ হাজার ৮৮৩ জন এবং নারী ভোটার ২ লাখ ৫ হাজার ৬১২ জন। এদের মধ্যে ভোট দিয়েছেন ১ লাখ ১৯ হাজার ৬৫৮ জন। মোট ভোটের ২৯ দশমিক ০৮ শতাংশ ভোট পড়েছে এখানে। তিনি বলেন, দু-একটি বিচ্ছিন্ন ঘটনা ছাড়া এই উপনির্বাচনে সুষ্ঠুভাবে ভোট হয়েছে।
রাজনীতিচাঁপাইনবাবগঞ্জআওয়ামী লীগনির্বাচন-২০১৮
আরো পড়ুন