নিউমার্কেটে সংঘর্ষে রক্ষা পেল না রোগীবাহী অ্যাম্বুলেন্সও
জাতীয়
নিউমার্কেটে সংঘর্ষে রক্ষা পেল না রোগীবাহী অ্যাম্বুলেন্সও
নিউমার্কেটের ব্যবসায়ী এবং ঢাকা কলেজের শিক্ষার্থীদের মধ্যে চলমান সংঘর্ষে অন্তত দুটি অ্যাম্বুলেন্স ভাঙচুর করা হয়েছে। মঙ্গলবার দুপুর ১টার দিকে অ্যাম্বুলেন্স ভাঙচুর করেছে দুর্বৃত্তরা। প্রত্যক্ষদর্শীরা জানান, সংঘর্ষের এক পর্যায়ে রোগী নিয়ে যাওয়ার পথে নিউ মার্কেটের সামনে একটি অ্যাম্বুলেন্স ভাঙচুর শিকার হয়। ব্যবসায়ী ও দোকানের কর্মীরা অ্যাম্বুলেন্সটি ভাঙচুর করেন। ঢাকা কলেজের শিক্ষার্থীরা অভিযোগ করেছেন, অ্যাম্বুলেন্সে ঢাকা কলেজের আহত একজন শিক্ষার্থী ছিল। সেটি ভাঙচুর করেছেন ব্যবসায়ী ও দোকানকর্মীরা। সোমবার দিবাগত রাতের সংঘর্ষের জেরে সকাল থেকে দফায় দফায় সংঘর্ষ চলে নিউ মার্কেট এলাকায়।
জাতীয়শিক্ষাআন্দোলনরাজধানী
আরো পড়ুন