সার্ভার হ্যাক করে জন্ম নিবন্ধন ইস্যু, গ্রেপ্তার ৪
অপরাধ
সার্ভার হ্যাক করে জন্ম নিবন্ধন ইস্যু, গ্রেপ্তার ৪
চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) জন্ম নিবন্ধন সার্ভার হ্যাক করে বিভিন্ন ওয়ার্ডের ৫৪৮ জনকে সনদ দেয়ার ঘটনায় ৪ জনকে আটক করেছে কাউন্টার টেরোরিজম ইউনিট। সোমবার (২৩ জানুয়ারি) রাতে তাদের আটক করা হয়। পুলিশ জানায়, তাদের জিজ্ঞাসাবাদ চলছে। 
ছবি: ইন্টারনেট
ছবি: ইন্টারনেট
মঙ্গলবার (২৪ জানুয়ারি) সংবাদ সম্মেলন করে বিস্তারিত জানানো হবে। এর আগে, সোমবার (২৩ জানুয়ারি) রাতে তাদের গ্রেপ্তার করা হয়। তবে গত শনিবার প্রথম চসিকের জন্মনিবন্ধন সার্ভার হ্যাক হয়। এদিন ২০৭টি জন্মনিবন্ধন সনদ ইস্যু করে হ্যাকাররা। সিটি করপোরেশনের পক্ষ থেকে জানা গেছে, গত ২২ জানুয়ারি পাঁচটি ওয়ার্ডের ৫৪৬টি জন্মনিবন্ধন সনদ তৈরি ও ইস্যু করার তথ্য পাওয়া যায়। পরে কাউন্সিলর কার্যালয়ের পক্ষ থেকে সংশ্লিষ্ট থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়। পাঁচটি ওয়ার্ডের মোট ৫৪৬টি জন্মনিবন্ধন সনদ ইস্যু করেছে হ্যাকাররা। 
অপরাধসারাদেশদুর্নীতিচট্টগ্রামগ্রেফতার
আরো পড়ুন