অর্থনীতি
অ্যাকাউন্ট থেকে টাকা গায়েব, জানেন না গ্রাহক
ইস্টার্ণ ব্যাংক রাজশাহী শাখা থেকে এক গ্রাহকের অজান্তেই তার ব্যক্তিগত একাউন্ট থেকে পৌনে ৩ লাখ টাকা গায়েবের অভিযোগ উঠেছে। ব্যাংকের তথ্য অনুযায়ী বর্তমানে তার একাউন্টের জমানো টাকা প্রায় শেষ।

ভুক্তভোগী গ্রাহকের নাম আতিকুর রহমান। তিনি দাবি করেন, ভিন্ন ১০টি নম্বরে মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে এসব টাকা সরানো হয়েছে। অথচ সবই তার অজান্তে হয়েছে। তার অভিযোগ, ঘটনার সঙ্গে ব্যাংকের কেউ জড়িত রয়েছেন। এ ঘটনায় তিনি সোমবার (১৮ সেপ্টেম্বর) রাজশাহী সাইবার আদালতে ডিজিটাল নিরাপত্তা আইনে একটি নালিশি মামলা করেন। আদালত মামলাটি তদন্তের জন্য পুলিশের অপরাধ তদন্ত বিভাগ সিআইডিকে নির্দেশ দিয়েছেন। সেই সঙ্গে আদেশটি বাংলাদেশ ব্যাংকসহ সংশ্লিষ্ট ব্যাংকের রাজশাহী ও প্রধান কার্যালয়ে পাঠানো হয়েছে।
গ্রাহকের পক্ষে আদালতে মামলাটি করেন জেলা জজ আদালতের আইনজীবী শাহীন আলম। রাষ্ট্রপক্ষের আইনজীবী ইসমত আরা এই মামলার বিষয়টি নিশ্চিত করেন। বাদী আতিকুর রহমান বলেন, তিনি গত ১৫ আগস্ট ব্যক্তিগত কাজে ভারতে যান। ১৯ আগস্ট দেশে ফেরেন। ৩ সেপ্টেম্বর তিনি ব্যাংকে টাকা তুলতে যান। তখন ব্যাংক কর্তৃপক্ষ জানায়, তার হিসাবে পর্যাপ্ত টাকা নেই। এরপর ব্যাংক কর্তৃপক্ষ ওই গ্রাহককে তার ব্যাংক হিসাবের আর্থিক বিবরণী দেয়। তাতে টাকা সরানোর বিষয়টি নিশ্চিত হওয়া যায়। তিনি আরও জানান, দেশের বাইরে যাওয়ার জন্য গ্রাহক ব্যাংকে ডলার এনডোর্স করতে গিয়েছিলেন। তিনি যে ভারতে যাচ্ছেন, তা ব্যাংকের অনেক কর্মকর্তাই জানতেন। আতিকুরের সন্দেহ, তার অনুপস্থিতিতে ব্যাংকের এক বা একাধিক কর্মকর্তা এই টাকা তুলে নিয়েছেন। টাকা তোলার বিষয়টি জানতে পারার পরদিন ৪ সেপ্টেম্বর তিনি নগরের বোয়ালিয়া থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন। পুলিশ প্রাথমিক তদন্তও করে। এরপর তিনি আদালতে নালিশি মামলাটি করেন।