সন্তানকে কুড়াল দিয়ে কুপিয়ে হত্যা করলেন বাবা
সারাদেশ
সন্তানকে কুড়াল দিয়ে কুপিয়ে হত্যা করলেন বাবা
চট্টগ্রামের সাতকানিয়া উপজেলায় বাবার কুড়ালের কোপে নিজ সন্তান নিহত হয়েছেন। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য নিহতের বাবা হোসেন আহমদকে আটক করেছে পুলিশ। সোমবার (২৭ ফেব্রুয়ারি) সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইয়াসির আরাফাত এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে রোববার (২৬ ফেব্রুয়ারি) সন্ধ্যায় উপজেলার নলুয়া ইউনিয়ন পূর্ব গাটিয়াডেঙ্গা এলাকায় এ ঘটনা ঘটে।

রিদ্মিক নিউজ
রিদ্মিক নিউজ
নিহত ব্যক্তি উপজেলার নলুয়া ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের পূর্ব গাটিয়াডেঙ্গা তত্তার মসজিদ এলাকার হোসেন আহমদের ছেলে মো. আক্কাস উদ্দিন (২৩)। জানা গেছে, রোববার বিকেল সাড়ে ৫টায় আক্কাস গাছ কাটার কথা বলে কুড়াল নিয়ে ঘর থেকে বেরিয়ে যায়। তখন বাবা-মাসহ পরিবারের সবাই তাকে নিষেধ করে। এ সময় আক্কাস নিষেধ না শুনে কুড়াল নিয়ে চলে যায়। পরে হোসেন দৌড়ে গিয়ে আক্কাসের কাছ থেকে কুড়াল কেড়ে নেওয়ার চেষ্টা করে। এদিকে তখন বাবা-ছেলে হাতাহাতিতে লিপ্ত হলে এক পর্যায়ে রাগান্বিত হয়ে হোসেন কুড়াল কেড়ে নিয়ে ছেলে আক্কাসের মাথায় কোপ দেয়। এ সময় ঘটনাস্থলেই ছেলে নিহত হন। ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইয়াসির আরাফাত জানান, রোববার রাতে খবর পেয়ে মরদেহ উদ্ধার করা হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে। জিজ্ঞাসাবাদ করার জন্য নিহতের বাবাকে আটক করা হয়েছে।
সারাদেশচট্টগ্রামখুন
আরো পড়ুন