চাকরি
ভুয়া নিয়োগ বিজ্ঞপ্তি: সতর্ক করলো কৃষি মন্ত্রণালয়

ভুয়া নিয়োগ বিজ্ঞপ্তি: সতর্ক করলো কৃষি মন্ত্রণালয়
ভুয়া নিয়োগ বিজ্ঞপ্তির বিষয়ে জনসাধারণকে সতর্ক করেছে কৃষি মন্ত্রণালয়। বৃহস্পতিবার (২৩ জুন) মন্ত্রণালয় থেকে এ সতর্কীকরণ বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। এতে বলা হয়, সম্প্রতি https://sites.google.com/view/sonarbanglap2022 শীর্ষক ওয়েব পেজ থেকে প্রকাশিত নিয়োগ বিজ্ঞপ্তিটি কৃষি মন্ত্রণালয়ের দৃষ্টিগোচর হয়েছে। এতে আরও বলা হয়, ‘সোনার বাংলা প্রকল্প’ নামক একটি অপরিচিত বেসরকারি সংস্থার নিয়োগ বিজ্ঞপ্তিতে কৃষি মন্ত্রণালয়ের নাম উল্লেখ করা এবং নিয়োগ বিজ্ঞপ্তির উপরের অংশে কৃষি মন্ত্রণালয়ের স্লোগান ‘কৃষিই সমৃদ্ধি’ ব্যবহার করা একটি অনৈতিক এবং বেআইনি কাজ। এই নিয়োগ বিজ্ঞপ্তির কারণে কোন ব্যক্তি বা প্রতিষ্ঠান আর্থিক লেনদেন করে প্রতারিত হলে কৃষি মন্ত্রণালয় ও এর অধীন দফতর/সংস্থার কোন কর্মকর্তা বা কর্মচারী দায়ী থাকবে না।