
সরকারের নানা শর্তে সঞ্চয়পত্রে বিনিয়োগে ক্রমেই নিরুৎসাহিত হচ্ছে মানুষ। ২০২১ সালের সেপ্টেম্বর থেকে ১৫ লাখ টাকার বেশি বিনিয়োগে সুদহার কমানো হয়েছে। ঘোষণার বাইরে সঞ্চয়পত্র থাকলে জেল-জরিমানার বিধানও রয়েছে। ৫ লাখ টাকার বেশি সঞ্চয়পত্রে বিনিয়োগ করতে হলে সর্বশেষ বছরের আয়কর রিটার্ন জমার প্রমাণপত্র দেখাতে হবে। এসব কারণে বিক্রি কমছে। জাতীয় সঞ্চয় অধিদপ্তরের প্রতিবেদন অনুযায়ী, ২০২১-২২ অর্থবছরে সঞ্চয়পত্রসহ জাতীয় সঞ্চয় স্কিমগুলোতে ১ লাখ ৮০৭০ কোটি টাকার সঞ্চয়পত্র বিক্রি হয়েছে। এর বিপরীতে মূল টাকা ও মুনাফা বাবদ শোধ করা হয় ৮৮,১৫৫ কোটি টাকা। ২০২০-২১ অর্থবছরে বিক্রি ছিল ১ লাখ ১২,১৮৮ কোটি ২৪ লাখ টাকা। যা সর্বশেষ অর্থবছরের চেয়ে প্রায় ৪০০০ কোটি টাকা বেশি। এরমধ্যে সুদ-আসল বাবদ ৭০,২২৯ কোটি টাকা পরিশোধ করা হয়। ২০২১-২২ অর্থবছরে সঞ্চয়পত্র থেকে সরকারের নিট ঋণ দাঁড়িয়েছে ১৯,৯১৫ কোটি ৭৫ লাখ টাকা। যা ২০২০-২১ অর্থবছরে ছিল ৪২,০০০ কোটি টাকা। সেই হিসাবে সঞ্চয়পত্র থেকে সরকারের নিট ঋণ নেমেছে অর্ধেকেরও নিচে।