
বগুড়ার শেরপুরে বাসচাপায় মারুফা আক্তার (২২) নামে এক নারী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত পাঁচজন। বৃহস্পতিবার (১৮ আগস্ট) বেলা পৌনে ১২টার দিকে ঢাকা-বগুড়া মহাসড়কের প্রতাপপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত মারুফা আক্তার উপজেলার মির্জাপুর ইউনিয়নের ভাদ্রা গ্রামের মোফাজ্জল হকের মেয়ে। প্রত্যাক্ষদর্শীরা জানান, বগুড়া থেকে ছেড়ে আসা ঢাকাগামী হানিফ পরিবহনের একটি বাস প্রতাপপুর এলাকায় পৌঁছলে একটি মোটরসাইকেলকে চাপা দিয়ে পালিয়ে যাওয়ার সময় সিএনজি চালিত একটি অটোরিকশাকে চাপা দেয়। এতে মোটরসাইকেলের দুই আরোহী ও অটোরিকশার চার যাত্রী গুরুতর আহত হন। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে হাসপাতালে নেয়ার পথে মারুফা নামের ঐ নারীর মারা যান। শেরপুর হাইওয়ে পুলিশের ইনচার্জ বানিউল আনাম জানান, হানিফ পরিবহনের বাসটি পুলিশি হেফাজতে আছে। চালক ও হেলপার পালিয়ে যাওয়ায় তাদের আটক করা সম্ভব হয়নি।