জীবনযাপন
সহকর্মীর সঙ্গে রোমান্স করতে কর্মক্ষেত্রে যেভাবে ঝুঁকি এড়াবেন
স্থান-কাল-পাত্র ভেবে প্রেম হয় না। আবার সহকর্মীকে মন দেওয়ার বিষয়টিও নতুন নয়। আগেও বহুবার হয়েছে। অনেকে সংসারও পেতেছেন পরে। তবে সব সম্পর্কের ধরন এক হয় না। এক জায়গায় কাজ করতে করতে একে অন্যের সঙ্গে সর্ম্পক গড়ে উঠতেই পারে।

তবে তা ব্যক্তিগত পর্যায়ে নিয়ে যাওয়ার যোগ্য কি না, বিচার করে দেখা জরুরি। নয় তো এমন সম্পর্ক কর্মক্ষেত্রে সমস্যার কারণ হয়ে উঠতে পারে। তাই সহকর্মীর সঙ্গে প্রেমের সম্পর্কে জড়ানোর পর কয়েকটি বিষয় সব সময় মাথায় রাখা জরুরি-
- অফিসে পেশাদার থাকুন
- সম্পর্ককে প্রকাশ্যে আনবেন না
- ইমেলে কথা নয়