স্বতন্ত্রভাবে ভর্তি পরীক্ষার দাবিতে ইবি উপাচার্যকে চিঠি
শিক্ষা
স্বতন্ত্রভাবে ভর্তি পরীক্ষার দাবিতে ইবি উপাচার্যকে চিঠি
শিক্ষক সমিতির পর স্বতন্ত্রভাবে ভর্তি পরীক্ষা নেওয়ার দাবিতে উপাচার্যের কাছে চিঠি দিয়েছে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) আওয়ামীপন্থী শিক্ষকদের সংগঠন শাপলা ফোরাম। আজ বুধবার দুপুরে তারা উপাচার্য বরাবর চিঠি দেন।
ফাইল ছবি
ফাইল ছবি
চিঠিতে ১২৫তম একাডেমিক কাউন্সিলের জরুরি সভায় গৃহীত সিদ্ধান্ত অনতিবিলম্বে কার্যকরের দাবি জানানো হয়। এর আগে একইদিনে সংগঠনটির কার্যনির্বাহী পরিষদের সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। এদিকে শিক্ষক সমিতির কার্যনির্বাহী পরিষদের সভার সিদ্ধান্তক্রমে পরীক্ষা শুরুর লক্ষ্যে আগামী ৪ এপ্রিলের মধ্যে ইবির কেন্দ্রীয় ভর্তি কমিটির সভা আহ্বানের অনুরোধ জানিয়ে উপাচার্যকে চিঠি দিয়েছে শিক্ষক সমিতি। একই সঙ্গে জাতীয় সংসদে পাশকৃত আইন দ্বারা পরিচালিত একাডেমিক কাউন্সিলের সিদ্ধান্তকে সম্মান জানানোর জন্য সংশ্লিষ্ট সকলকে অনুরোধ করেন তারা।
শাপলা ফোরামের সভাপতি অধ্যাপক ড. মামুনুর রহমান বলেন, ‘আমরা কার্যনির্বাহী কমিটির সিদ্ধান্তের ভিত্তিতে অনতিবিলম্বে ১২৫তম একাডেমিক কাউন্সিলের সিদ্ধান্ত বাস্তবায়নের দাবি জানিয়েছি। সিদ্ধান্ত সংযুক্ত করে উপাচার্য বরাবর চিঠি দেওয়া হয়েছে। যেহেতু একাডেমিক কাউন্সিল আমাদের এপেক্স বডি তাই ওই সিদ্ধান্তের ভিত্তিতে ভর্তি কার্যক্রম শুরু করতে হবে।’ শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক ড. তপন কুমার জোদ্দার বলেন, ‘আগামী ৪ এপ্রিলের মধ্যে কেন্দ্রীয় ভর্তি কমিটির মিটিং ডেকে বিশ্ববিদ্যালয়ের ভর্তি কার্যক্রম শুরুর জন্য অনুরোধ জানিয়ে উপাচার্যের কাছে চিঠি দেওয়া হয়েছে। বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ইতোমধ্যে ভর্তি পরীক্ষা বিষয়ক কার্যক্রম শুরু হয়েছে।’
প্রসঙ্গত, ১৯ মার্চ বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কাউন্সিলের ১২৫তম সভায় (জরুরি) সর্বসম্মতভাবে গুচ্ছ থেকে বেরিয়ে আসার সিদ্ধান্ত গৃহীত হয়। পরে ২০ মার্চ ইউজিসির বৈঠকে উপাচার্য ইবির সিদ্ধান্তের বিষয়টি তুলে ধরেন। তবে এই সিদ্ধান্তের বিষয়টি উপেক্ষা করে ইসলামী বিশ্ববিদ্যালয়সহ দেশের ২২টি সাধারণ এবং বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ২০২২-২৩ শিক্ষাবর্ষে গুচ্ছ ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করবে বলে জানায় ইউজিসি।
শিক্ষাইসলামী বিশ্ববিদ্যালয়ক্যাম্পাস
আরো পড়ুন