খেলাধুলা
আর্জেন্টিনার ক্লাবে খেলবেন জামাল ভূঁইয়া!
জাতীয় ফুটবল দলের অধিনায়ক জামাল ভূঁইয়া আর্জেন্টিনার একটি ক্লাবে যোগ দিতে যাচ্ছেন, এমন খবর কয়েকমাস ধরেই ক্রীড়াঙ্গনে ভেসে বেড়াচ্ছে। সেই গুঞ্জনের পালে এবার নতুন করে হাওয়া লেগেছে সোমবারের (২৭ ফেব্রুয়ারি) দুটি ঘটনায়।

ছবি: ইন্টারনেট
এদিন সকাল থেকে রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে বাংলাদেশের শীর্ষ ক্লাব কর্মকর্তারা আর্জেন্টাইন ক্লাব রিভারপ্লেট কর্তাদের সঙ্গে বৈঠক করার উদ্দেশ্যে আসতে শুরু করেন। এই বৈঠকের এক ফাঁকে জামাল ভূঁইয়াকেও আর্জেন্টিনার সেই কর্মকর্তাদের সঙ্গে কথা বলতে দেখা গেছে। শুধু কি তাই, আর্জেন্টিনার তৃতীয় বিভাগের দল ক্লাব সোল দে মায়ো সামাজিক মাধ্যম টুইটারে লিখেছে, ‘জামাল ভূঁইয়া, বাংলাদেশ জাতীয় দলের অধিনায়ককে ভিয়েদমায় (ক্লাবের ডাক নাম) স্বাগতম। এছাড়া আর্জেন্টিনার সংবাদমাধ্যম টিওয়াইসি স্পোর্টসও জামাল সোল দে মায়োতে যাচ্ছেন বলে জানিয়েছেন। ঢাকায় আর্জেন্টাইন ক্লাব কর্তাদের সঙ্গে বৈঠক ও ওই দেশের ক্লাবের টুইটারে জামাল ভূঁইয়ার বিষয়ে পোস্ট, সবমিলিয়ে এটাই ইঙ্গিত করছে তার বিষয়ে যে সংবাদ ছড়িয়েছে তা সত্যি হওয়ার সম্ভাবনাই বেশি। টুইটারে লিখলেও আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি আর্জেন্টাইন ক্লাব সোল দে মায়ো। এছাড়া আর্জেন্টাইন ক্লাবে খেলছেন কী না সে বিষয়ে এখনও প্রকাশ্যে কিছু বলেননি জামাল ভূঁইয়া।