১৭তম শিক্ষক নিবন্ধনের মৌখিক পরীক্ষা যে তারিখে শুরু হচ্ছে
শিক্ষা
১৭তম শিক্ষক নিবন্ধনের মৌখিক পরীক্ষা যে তারিখে শুরু হচ্ছে
১৭তম শিক্ষক নিবন্ধনের লিখিত পরীক্ষায় পাস করা ২৬ হাজার চাকরিপ্রার্থীর মৌখিক পরীক্ষা চলতি মাসের শেষে নেয়া হতে পারে বলে জানিয়েছে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ)।

ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত
এ বিষয়ে এনটিআরসিএ চেয়ারম্যান এনামুল কাদের খান বলেন, মৌখিক পরীক্ষা শুরুর আগে আমাদের নানা প্রস্তুতি নিতে হয়। যেমন পরীক্ষা নেয়ার বোর্ড ঠিক করা, বোর্ডে কে কে থাকবেন, সেটি ঠিক করা, পরীক্ষার কেন্দ্র ঠিক করা—এসব কাজ। এগুলো এগিয়ে নেয়ার কাজ চলছে। সব কিছু ঠিক থাকলে ২৪ বা ২৫ সেপ্টেম্বর মৌখিক পরীক্ষা শুরু করার ইচ্ছা আছে। গত ৩০ আগস্ট রাতে ১৭তম শিক্ষক নিবন্ধনের লিখিত পরীক্ষার ফল প্রকাশ করা হয়। এতে মোট উত্তীর্ণ হয়েছেন ২৬ হাজার ২৪২ জন। এর মধ্যে স্কুল-২ পর্যায়ের ২ হাজার ১০১ জন, স্কুল ও সমপর্যায়ের ১৯ হাজার ৯৫ জন এবং কলেজ ও সমপর্যায়ের ৫ হাজার ৪৬ জন।
শিক্ষাচাকরি
আরো পড়ুন