জামিন পেলেন ইমরান খান
আন্তর্জাতিক
জামিন পেলেন ইমরান খান
আগাম জামিন পেয়েছেন পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও পিটিআই প্রধান ইমরান খান। নারী বিচারককে নিয়ে বিতর্কিত মন্তব্য করার অভিযোগে দায়ের করা মামলায় রোববার (২ অক্টোবর) তাকে আগাম জামিন দেন ইসলামাবাদ হাইকোর্ট। 
আগামী ৭ অক্টোবর তাকে আদালতে হাজির হওয়ার নির্দেশ দেয়া হয়েছে। এক প্রতিবেদনে এ খবর নিশ্চিত করেছে আল জাজিরা। এর আগে, শুক্রবার (৩০ সেপ্টেম্বর) ইমরান খানের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন সিনিয়র সিভিল জজ রানা মুজাহিদ রহিম। গত ২০ আগস্ট এক সমাবেশে বিচারক ও পুলিশ কর্মকর্তাদের নামে মামলার হুমকি এবং একজন বিচারককে নিয়ে মন্তব্যের জেরে ইমরানের বিরুদ্ধে মামলা হয়েছিল। মামলার শুনানিতে হাজির না হওয়ায় তার বিরুদ্ধে ওই পরোয়ানা জারি করা হয়।
আন্তর্জাতিকপাকিস্তান
আরো পড়ুন