বিনোদন
সিয়ামকে চুমু দিয়ে চড় খেলেন সুনেরাহ, নেটদুনিয়ায় তোলপাড়
সম্প্রতি ফেসবুকে ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায় নগর বাউল’খ্যাত রকস্টার জেমসের কনসার্টে হুট করেই সুনেরাহ এসে চুম্বন করে বসেন চিত্রনায়ক সিয়াম আহমেদকে। তবে এমন কাণ্ডে সিয়ামও বসে থাকেননি। কষে চড় মেরেছেন তিনি, দিয়েছেন ধাক্কাও। পরবর্তীতে কিছু না বলে মুখ ঢেকে স্থান ত্যাগ করেন সুনেরাহ।

ছবি: ইন্টারনেট
বুধবার (২৩ নভেম্বর) রাজধানীর আর্মি স্ট্রেডিয়ামে ‘তারুণ্যের বাংলাদেশ কনসার্ট’-এ ঘটনা ঘটে। ভিডিওটি ফেসবুকে ছড়িয়ে পড়লে তা নিয়ে রিতিমত হইচই শুরু হয়। এই প্রসঙ্গে সুনেরাহ বিনতে গণমাধ্যমে বলেন, ‘আসলে সত্যি চড়টা অনেক জোরে মেরেছে সিয়াম। চড় খেয়ে বেশ ব্যথা পেয়েছি। এমনকি গালও কেটে গেছে কিছুটা। তবে কেউ ভুল বুঝবেন না আমাদের। কারণ, এটি সিনেমার শুটিংয়ের দৃশ্য ছিল। কিন্তু ওখানে থাকা কোনো দর্শক ভাইরাল করে দিয়েছেন। এতে আমাদের কোনো হাত নেই। আমরা চেয়েছিলাম শুটিং শেষ করে চলে আসব। কিন্তু তা আর হলো না।’