অর্থনীতি
গাজীপুরে বেতন-বোনাসের দাবিতে পোশাক কারখানায় শ্রমিকদের অবস্থান

গাজীপুরে বেতন-বোনাসের দাবিতে পোশাক কারখানায় শ্রমিকদের অবস্থান
গাজীপুর সিটির ভোগড়া এলাকায় জিম এন্ড জেসি কম্পোজিট কারখানায় এক মাসের বেতন ও ঈদ বোনাসের দাবিতে শ্রমিকেরা কারখানায় অবস্থান করছেন। রোববার (পহেলা মে) দুপুরে কারখানার ভেতরে অবস্থান নেয়া শ্রমিকরা জানায়, গতকাল শনিবার (৩০ এপ্রিল) এই কারখানায় বেতন দেয়ার কথা থাকলেও মালিকপক্ষ কাউকে বেতন বোনাস দেয়নি। এরপর থেকে তারা কারখানার ভিতরে অবস্থান নেয়। ঈদের আগে শ্রমিকরা বেতন বোনাস না পেয়ে এখনো বাড়ি যেতে পারেনি। তাই বাধ্য হয়ে কারখানার ভেতরে অবস্থান নিতে হয়েছে। এ বিষয়ে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উপ-কমিশনার জাকির হাসান জানান, শ্রমিকদের বেতন বোনাস দেওয়ার বিষয়ে মালিকপক্ষের সঙ্গে কথাবার্তা চলছে। বিকেলের মধ্যে শ্রমিকদের পাওনা যাতে পরিশোধ করা হয় সেই ব্যবস্থা করা হচ্ছে।