জিম্বাবুয়ের বিপক্ষে হেরে গেল টাইগাররা
খেলাধুলা
জিম্বাবুয়ের বিপক্ষে হেরে গেল টাইগাররা
তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে বাংলাদেশকে ৫ উইকেটে হারিয়েছে স্বাগতিক জিম্বাবুয়ে। শুক্রবার (৫ আগস্ট) হারারেতে বাংলাদেশের দেয়া ৩০৪ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ১০ বল হাতে রেখে ৫ উইকেট হারিয়ে জয়ের বন্দরে পৌঁছে গেছে স্বাগতিকরা। 
ছবি: ইন্টারনেট
ছবি: ইন্টারনেট
এক ইনিংসে জোড়া সেঞ্চুরি। জিম্বাবুয়ের ওয়ানডে ইতিহাসের মাত্র দ্বিতীয় ঘটনা। এমন প্রাপ্তির ম্যাচে বাংলাদেশকে রীতিমতো উড়িয়ে দিয়েছে জিম্বাবুয়ে। প্রথম ওয়ানডে ম্যাচে ১০ বল থাকতে তুলে নিয়েছে ৫ উইকেটের বড় জয়। টি-২০ সিরিজ জেতা স্বাগতিকরা লিড নিয়েছে ওয়ানডে সিরিজেও। হারারে স্পোর্টের ক্লাবের উইকেট ছিল ব্যাটিং সহায়ক। টসে জিতে জিম্বাবুয়ে অধিনায়ক রেগিস চাকাভা ব্যাটিংয়ে পাঠান তামিমদের। সাবধানী ব্যাটিংয়ে ভালো শুরু পেয়ে যায় বাংলাদেশ। চার হাফ সেঞ্চুরিতে শেষ পর্যন্ত ২ উইকেট হারিয়েও ৩০৩ রান তোলে সফরকারীরা। কিন্তু বোলাররা সেরাটা দিতে পারেননি। জিম্বাবুয়ের দুই ব্যাটার সিকান্দার রাজা ও ইনোসেন্ট কায়ার জোড়া সেঞ্চুরিতে ৪৮.২ ওভারেই জয় পায় স্বাগতিকরা। 
খেলাধুলাক্রিকেট
আরো পড়ুন