সারাদেশ
পিকআপের ধাক্কায় দুমড়ে-মুচড়ে গেল যাত্রীসহ অটোরিকশা
বগুড়ার নন্দীগ্রামে পিকআপভ্যানের ধাক্কায় সিএনজিচালিত অটোরিকশা ও ভ্যান দুমড়ে-মুচড়ে তিনজন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও দুজন।

সোমবার (১৩ মার্চ) সকাল সাড়ে ৭টার দিকে বগুড়া-নাটোর মহাসড়কের উপজেলার কুন্দারহাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- অটোরিকশাচালক হেফজুল ইসলাম (৪৫) নন্দীগ্রাম পৌরসভার দামগাড়া গ্রামের মৃত আবু তালেবের ছেলে, আব্দুল আলিম (৩) ওমরপুর গ্রামের তানসেন আলীর ছেলে ও মিনহাজুল ইসলাম (২২) নামুইট গ্রামের সাখাওয়াত হোসেনের ছেলে। তিনি রাজশাহী সিটি কলেজের শিক্ষার্থী ছিলেন। নন্দীগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসানাত আলী জানান, অটোরিকশাটি যাত্রী নিয়ে নন্দীগ্রাম থেকে বগুড়ার দিকে যাচ্ছিল। পথে বগুড়া-নাটোর মহাসড়কের উপজেলার কুন্দারহাট এলাকায় একটি পিকআপভ্যান ওই অটোরিকশা ও পাশে থাকা একটি ভ্যানকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয় এবং আহত হন কমপক্ষে দুজন।