ডলারের বিপরীতে আরও শক্তিশালী ইউরো
আন্তর্জাতিক
ডলারের বিপরীতে আরও শক্তিশালী ইউরো
মার্কিন ডলারের বিপরীতে ইউরোপিয়ান ইউনিয়নের (ইইউ) প্রধান মুদ্রা ইউরোর দাম ব্যাপক বেড়েছে। গত ৯ মাসেরও বেশি সময়ে মধ্যে যা সর্বোচ্চ। খবর রয়টার্সের।

ছবি: ইন্টারনেট
ছবি: ইন্টারনেট
ব্রিটিশ প্রভাবশালী সংবাদমাধ্যমটির রিপোর্টে বলা হয়, আগামীতেও ৫০ বেসিস পয়েন্ট সুদ হার বাড়াতে পারে ইউরোপিয়ান কেন্দ্রীয় ব্যাংক (ইসিবি)। তবে মার্কিন কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভ (ফেড) ২৫ বেসিস পয়েন্ট সুদের হার বৃদ্ধি করতে পারে বলে ধারণা করা হচ্ছে। বিশ্বের এই দুই শীর্ষ ব্যাংকের বৈপরীত্যের কারণে ডলারের বিপরীতে ব্যাপক শক্তিশালী হয়েছে ইউরো। প্রতি ইউরোর মূল্য উঠেছে ১ ডলার ০৯০৩ সেন্টে। গত এপ্রিলের শেষ দিকের পর যা সবচেয়ে বেশি। এনএবির ফোরেক্স কৌশলের প্রধান রায় অতরিল বলেন, ইউরোপে গ্যাসের দাম ৬০ শতাংশ কমেছে। এতে ওই অঞ্চলের বাণিজ্যের ওপর নেতিবাচক প্রভাব হ্রাস পেয়েছে। ফলে ইউরোর মূল্য বৃদ্ধি পেয়েছে।
আন্তর্জাতিকঅর্থনীতিইউরোপডলার
আরো পড়ুন