ধর্ম
আজকের ইফতার ও সেহরির সময়সূচি
শুরু হয়েছে পবিত্র রমজান মাস। পুরো রমজান জুড়ে এশার নামাজ বাদে তারাবিহ নামাজ আদায় করবেন ধর্মপ্রাণ মুসল্লিরা। আর শেষ রাতে খাবেন সেহরি। এছাড়া সারাদিন রোজা রাখার পর ইফতার করবেন সূর্যাস্তের সময়। তাই সেহরি ও ইফতারের সময় জেনে রাখা জরুরি।

ছবি: সংগৃহীত
সেহরি ও ইফতারের সময়সূচি আগে থেকেই ঠিক করে রেখেছে ইসলামিক ফাউন্ডেশন। চলুন জেনে নেওয়া যাক মঙ্গলবার (২৮ মার্চ) সেহরি ও ইফতারের সময়। ইসলামিক ফাউন্ডেশনের তথ্য অনুযায়ী, মঙ্গলবার (২৮ মার্চ) ইফতার হবে ৬টা ১৬ মিনিটে। এ দিন দিবাগত রাত অর্থাৎ বুধবার (২৯ মার্চ) ভোর ৪টা ৩৩ মিনিট পর্যন্ত সেহরি খাওয়া যাবে। এটি শুধু ঢাকা জেলার জন্য প্রযোজ্য। সারাদেশের সময়সূচি দেখতে ক্লিক করুন এখানে।
ইফতারের দোয়া
ইফতার করার আগে ইফতার সামনে নিয়ে এই দোয়া পড়তে হয়: بسم الله اَللَّهُمَّ لَكَ صُمْتُ وَ عَلَى رِزْقِكَ اَفْطَرْتُ, বাংলা উচ্চারণ: আল্লাহুম্মা লাকা ছুমতু ওয়া আলা রিযক্বিকা ওয়া আফতারতু বিরাহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। বাংলা অর্থ: হে আল্লাহ, আমি তোমারই সন্তুষ্টির জন্য রোজা রেখেছি এবং তোমারই দেওয়া রিজিজের মাধ্যমে ইফতার করছি।