ওটিটিতে মুক্তি পাচ্ছে অক্ষয়ের ‘ওএমজি ২’
বিনোদন
ওটিটিতে মুক্তি পাচ্ছে অক্ষয়ের ‘ওএমজি ২’
বলিউড খিলাড়ি অক্ষয় কুমারের সময়টা মোটেও ভাল যাচ্ছে না। সাম্প্রতিক সময়ে পরপর বেশ কয়েকটি ফ্লপ সিনেমা অভিনেতার তারকাখ্যাতিতে প্রভাব ফেলেছে। ‘বচ্চন পান্ডে’, ‘আতরঙ্গি রে’, ‘রক্ষা বন্ধন’, ‘সম্রাট পৃথ্বীরাজ’, ‘রাম সেতু’ এবং ‘সেলফি’-এর থিয়েটার ব্যর্থতা নতুন করে ভাবিয়ে তুলেছে অক্ষয়কে। তাই আগামী চলচ্চিত্র নিয়ে কোনো ঝুঁকি নিতে চাইছেন না বলিউড খিলাড়ি। তার বহুল প্রতীক্ষিত ‘ওএমজি ২’ সিনেমাটি ওটিটি’তে মুক্তি দেবার সিদ্ধান্ত নিয়েছেন।
অমিত রাই পরিচালিত এই ফিল্মটি ২০১২ সালে মুক্তিপ্রাপ্ত হিট চলচ্চিত্র ‘ওএমজি - ওহ মাই গড’-এর সিক্যুয়েল। বেশ কয়েকটি ভারতীয় নিউজ পোর্টাল রিপোর্ট করেছে যে নির্মাতারা ‘ওএমজি ২’ থিয়েটারে মুক্তি না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন এবং সিনেমাটি মুক্তি পাবে সরাসরি ওটিটি প্ল্যাটফর্মে। তবে এ বিষয়ে আনুষ্ঠানিক কোনো ঘোষণা এখনো আসেনি। ‘ওএমজি ২’ ছাড়াও অক্ষয়ের এই মুহূর্তে তামিল চলচ্চিত্র 'সুরারাই পোত্রু'র রিমেক নিয়ে কাজ করছেন। তার হাতে রয়েছে ‘ক্যাপসুল গিল’, ‘বাড়ে মিয়া ছোটে মিয়া’ এবং ‘হেরা ফেরি ৩’-এর মতো চলচ্চিত্র। দীনেশ ভিজনের পরবর্তী অ্যাকশন ড্রামা ‘স্কাই ফোর্স’-এর জন্যও চুক্তিবদ্ধ হয়েছেন অভিনেতা। এছাড়াও মহেশ মাঞ্জরেকরের ‘বেদাত মারাথে বীর দৌদলে সাত’-এর মাধ্যমে মারাঠি সিনেমায় অভিষেক ঘটতে চলেছে অক্ষয় কুমারের। ‘ওএমজি ২’-তে আরও অভিনয় করেছেন পঙ্কজ ত্রিপাঠি, অরুণ গোভিল এবং ইয়ামি গৌতম। সিনেমাটি পরিচালনা করেছেন অমিত রায়। প্রযোজনায় রয়েছেন বিপুল ডি শাহ, আশ্বিন ভার্দে, রাজেশ বেল। 
বিনোদনবলিউড
আরো পড়ুন