নতুন কর্মসূচি ঘোষণা করল বিএনপি
জাতীয়
নতুন কর্মসূচি ঘোষণা করল বিএনপি
খালেদা জিয়ার মুক্তি, নির্বাচনে তত্ত্বাবধায়ক সরকার প্রতিষ্ঠা ও কারাবন্দি নেতাকর্মীদের মুক্তির দাবিতে আগামী ২৩ মে এবং ২৮ মে ১০টি মহানগরীতে পদযাত্রার ঘোষণা দিল বিএনপি। 
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত
বৃহস্পতিবার (১৮ মে) নয়াপল্টনে বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে পদযাত্রার এ ঘোষণার কথা জানান বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।  রিজভী বলেন, কারাবন্দি নেতাদের মুক্তি ও গায়েবি মামলা প্রত্যাহার, ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তির দিতে হবে। তিনি বলেন, ঢাকা ছাড়া বাকি ১০টি মহানগরী নারায়ণগঞ্জ, গাজীপুর, ময়মনসিংহ, রংপুর, রাজশাহী, খুলনা, বরিশাল, কুমিল্লা, সিলেট, চট্টগ্রামে আগামী ২৩ ও ২৮ মে দুদিন পদযাত্রা কর্মসূচি পালন হবে। ক্ষমতা হারানোর ভয়ে শেখ হাসিনা খেই হারিয়ে ফেলেছে। তাই শেখ হাসিনার কাছে গণতন্ত্র, মানুষের ভোটের অধিকার, দেশের স্বার্থ আর নিরাপদ নয় বলে মন্তব্য করেছেন বিএনপির এ নেতা ।
জাতীয়রাজনীতিবিএনপি
আরো পড়ুন