বকশিশ দেয়া বা নেয়া নিষেধ, অন্যথায় দুর্নীতির অভিযোগে ব্যবস্থা
জাতীয়
বকশিশ দেয়া বা নেয়া নিষেধ, অন্যথায় দুর্নীতির অভিযোগে ব্যবস্থা
সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারী, গাড়ির চালক ও গানম্যান কোনো প্রকার বকশিশ বা টিপস নিলে দুর্নীতির অভিযোগে বিধি অনুসারে ব্যবস্থা নেয়ার কথা জানিয়েছেন হাইকোর্ট। 
এ বিষয়ে বিচারপতি শেখ হাসান আরিফ ও বিচারপতি বিশ্বজিৎ দেবনাথের সমন্বয়ে গঠিত হাইকোর্ট ডিভিশন বেঞ্চের অফিসার মো. সেফাত উল্লাহ একটি বিজ্ঞপ্তি দিয়েছেন। গত ৭ মে দেয়া বিজ্ঞপ্তিটি এজলাস কক্ষের বাইরে বুধবার (১০ মে) টানিয়ে দেয়া হয়েছে।  বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, কার্যতালিকায় মামলা ওঠার আগে বা পরে, মামলার রায়, জামিন আদেশ বা অন্য যেকোনো আদেশ হওয়ার আগে বা পরে বা অন্য যেকোনো সময় এই কোর্টের বেঞ্চ অফিসার, সহকারী বেঞ্চ অফিসার, বিচারপতির ব্যক্তিগত কর্মকর্তা, কোর্টের জমাদার, কোর্ট বা চেম্বারের এমএলএসএস, বিচারপতির ড্রাইভার এবং গানম্যানসহ অত্র কোর্টের সঙ্গে সংশ্লিষ্ট যেকোনো কর্মকর্তা-কর্মচারী বকশিশ বা টিপস নেয়ার নামে কোনো প্রকার অর্থ, উপহারসামগ্রী, গাড়িসেবা বা অন্য কোনো নামে কোনো ধরনের সুবিধা দেয়া বা নেয়া দুর্নীতি বলে গণ্য হবে।
জাতীয়আইন বিচার
আরো পড়ুন