'হিরো' আলমের যন্ত্রণায় অতিষ্ঠ হয়ে পড়েছেন সাবেক স্ত্রী!
বিনোদন
'হিরো' আলমের যন্ত্রণায় অতিষ্ঠ হয়ে পড়েছেন সাবেক স্ত্রী!
সাবেক স্ত্রীর সাথে ডিভোর্স হয়ে যাওয়ার পরও হয়রানির অভিযোগ উঠেছে দেশের আলোচিত-সমালোচিত ব্যক্তিত্ব আশরাফুল আলম সাঈদ তথা "হিরো আলম'-এর বিরুদ্ধে।
আর এমন অভিযোগ তুলেছেন আলমের সাবেক স্ত্রী নুসরাত জাহান সাথী নিজেই। মাস তিনেক আগে দাম্পত্য জীবনে বনিবনা না হওয়া ও নির্যাতনসহ একাধিক কারণে হিরো আলমকে ডিভোর্স দেন নুসরাত। কিন্তু ডিভোর্সের পরেও আলম তাকে উত্ত্যক্ত করছেন বলে গণমাধ্যমে অভিযোগ করেছেন তিনি। গণমাধ্যমকে দেয়া এক সাক্ষাৎকারে নুসরাত বলেন, ‘আলম সুযোগ পেলেই আমাকে বিরক্ত করছে। তার যন্ত্রণায় বাড়ি থেকে বের হওয়া যাচ্ছে না। বাইরে বিভিন্নভাবে হয়রানি করছে আমাকে। এমনকি আমি শুটিং স্পটে থাকলে সেখানে গিয়েও উত্ত্যক্ত করে সে। আমি হিরো আলমের কাছ থেকে মুক্তি চাই।’ তিনি আরও বলেন, 'আলম ফের আমার সঙ্গে সংসার শুরু করতে চাচ্ছে। কিন্তু আমার পক্ষে তা সম্ভব না। আলমের যন্ত্রণায় আমি অতিষ্ঠ হয়ে উঠেছি। সে শুধু একাই নয়, বিভিন্ন লোকজন দিয়েও আমাকে হয়রানি করা শুরু করেছে।’
বিনোদন
আরো পড়ুন