সুনামগঞ্জে বজ্রপাতে প্রাণ গেল ৩ জনের
সারাদেশ
সুনামগঞ্জে বজ্রপাতে প্রাণ গেল ৩ জনের
সুনামগঞ্জে বজ্রপাতে এক মৎস্যজীবী ও দুজন শ্রমিকের মৃত্যু হয়েছে। শনিবার সকালে বিশ্বম্ভরপুর উপজেলার সলুকাবাদ ইউনিয়নের জিনারপুরে এবং দিরাই উপজেলার দৌলতপুরে এ ঘটনা ঘটে।

ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত
সলুকাবাদ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নূরে আলম সিদ্দিকী এবং দিরাই থানার ওসি ওসি কাজী মোক্তাদী এ মৃত্যুর খবর নিশ্চিত করেছেন। নিহতরা হলেন- বিশ্বম্ভরপুরের জিনারপুর গ্রামের ফরহাদ মিয়ার ছেলে সেলিম মিয়া ও একই গ্রামের শিশু মিয়ার ছেলে জয়নাল মিয়া এবং দিরাইয়ের দৌলতপুর গ্রামে আব্দুল মালেক। সলুকাবাদ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নূরে আলম সিদ্দিকী বলেন, সকালে ধোপাজান নদীতে বালু উত্তোলনের জন্য যান সেলিম ও জয়নাল। আকস্মিক বজ্রপাতে সেলিম ও জয়নালের ঘটনাস্থলেই মৃত্যু হয়। 
তাদের মরদেহ উদ্ধার করে জেলা প্রশাসনের মাধ্যমে স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ছাড়া জেলা প্রশাসনের পক্ষ থেকে সহযোগিতার প্রস্তুতি চলছে। দিরাই থানার ওসি কাজী মোক্তাদীর বলেন, “দৌলতপুর গ্রামের আব্দুল মালেক অতনি বিলে মাছ ধরতে গিয়েছিলেন।এ সময় বজ্রপাতে তার মৃত্যু হয়। স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে মরদেহ উদ্ধার করে পুলিশি হেফাজতে রাখা হয়েছে।” 
সারাদেশসিলেটমৌলভীবাজারবজ্রপাত
আরো পড়ুন