আন্তর্জাতিক
এআইয়ের জ্ঞান নিয়ে বিল গেটসকে খোঁচা দিলেন ইলন মাস্ক
মাইক্রোসফটের সহ প্রতিষ্ঠাতা বিল গেটসের আর্ফিশিয়াল ইন্টেলিজেন্স (এআই) সম্পর্কে জ্ঞান সামান্য উল্লেখ করে খোঁচা দিলেন টেসলা প্রধান ইলন মাস্ক। স্যান্ডি কোরি তার টুইটে বিল গেটসের মাইক্রোসফট ও এআই প্রজেক্ট নিয়ে ইতিবাচক পোস্ট করেন। মূলত সেই টুইটে নেতিবাচক মন্তব্য করেন ইলন মাস্ক।

ছবি: বাঁ থেকে বিলগেটস ও ইলন মাস্ক
স্যান্ডি কোরি টুইটে লিখেন, এআই প্রজেক্টের একদম গোড়ার দিকে ২০০৬ সালে বিল গেটসের সঙ্গে আমার মিটিং হয়। তার মতো একজন মানুষের কাছে এআই নিয়ে ইতিবাচক সাড়া পাবো কল্পনাও করিনি। তবে এটিও সত্য মাইক্রোসফট দীর্ঘমেয়াদী এআই নিয়ে খুব কাছ থেকে কাজ করতে চেয়েছে। এআই যুগের শুরু’ শিরোনামে লেখা মি কোরি ব্লগ পোস্টে এআই প্রযুক্তিকে আরেক মানবিক বিপ্লবের সঙ্গে তুলনা করেন। পাশাপাশি বিল গেটসের কথাও বলেন। গেটস কর্মসংস্থান, স্বাস্থ্যসেবা ও এডুকেশন সংক্রান্ত বিষয়েও এআই ব্যবহারে পক্ষে ছিলেন বলেন জানান মি কোরি। এই পোস্টেই টুইটার সিইও ইলন মাস্ক মন্তব্য করেন, বিল গেটসের সঙ্গে শুরুর দিকের মিটিংয়ের কথা মনে পড়ছে। তখন এআই সম্পর্কে তার জ্ঞান ছিল খুবই সামান্য। এখনও তাই আছে।