চ্যাটজিপিটির চেয়ে ৮ গুণ বেশি ক্ষমতা রাখে জিপিটি-৪
প্রযুক্তি
চ্যাটজিপিটির চেয়ে ৮ গুণ বেশি ক্ষমতা রাখে জিপিটি-৪
চ্যাটবট চ্যাটজিপিটির হালনাগাদ ভার্সন জিপিটি-৪ উন্মুক্ত করেছে প্রযুক্তি প্রতিষ্ঠান ওপেনএআই। চ্যাটজিপিটির আগের ভার্সনটি ছিল জিপিটি-৩.৫। এই ভার্সনটি ২৫ হাজার শব্দ পর্যন্ত বুঝতে সক্ষম। যা আগের ভার্সনের চেয়ে ৮ গুণ বেশি। যারা চ্যাটজিপিটি প্লাস সাবস্ক্রাইব করেছেন তাদের জন্যই জিপিটি-৪ ভার্সনটি উন্মুক্ত করা হয়েছে।

ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত
আগের ভার্সনটি শুধু টেক্সটে সীমাবদ্ধ থাকলেও নতুন ভার্সন ছবি বুঝতে সক্ষম। জিপিটি-৪ কোনো রান্নার উপকরণের ছবি দেখে বলতে পারবে যে এসব উপকরণ দিয়ে কী কী রান্না করা সম্ভব কিংবা কোন ছবির জন্য ক্যাপশন বা ডেসক্রিপশন কি লিখতে পারবে। উন্মোচনের পর থেকেই গান লেখা, বিজ্ঞাপনের কপি বানানো, কম্পিউটার কোড, শিক্ষার্থীদের বাড়ির কাজে সাহায্যের জন্য মানুষ চ্যাটজিপিটি ব্যবহার করছে। যদিও শিক্ষকরা বলে আসছেন বাড়ির কাজে সাহায্যের জন্য শিক্ষার্থীদের এটি ব্যবহার করা উচিত নয়। চ্যাটজিপিটির মূল বৈশিষ্ট্য হচ্ছে কোনো জিজ্ঞাসার বিপরীতে এটি মানুষের মতো করে উত্তর দেয়। এটি গুগল সার্চের মতো শুধু অনেকগুলো লিংক দিয়ে দেয় না। ফলে এটি ব্যবহার করে কোনো প্রশ্নের তড়িৎ উত্তর পেতে পারেন ব্যবহারকারীরা। 
ওপেনএআই জানিয়েছে, জিপিটি-৪ এর নিরাপত্তা বিষয়গুলো নিশ্চিত করার জন্য তারা ৬ মাস ধরে কাজ করেছে এবং মানুষের ফিডব্যাকের সাহায্যে প্রশিক্ষণ দেওয়া হয়েছে। যদিও কোম্পানিটি স্বীকার করেছে, জিপিটি-৪ এ এখনও ভুল তথ্য চলে আসতে পারে। মাইক্রোসফটের নতুন বিং সার্চ ইঞ্জিনেও চ্যাটজিপিটি সংযুক্ত করা হয়েছে। আগামীকাল ১৬ মার্চ মাইক্রোসফটও তাদের সার্চ ইঞ্জিনে চ্যাটজিপিটির হালনাগাদকৃত ভার্সন জিপিটি-৪ সংযুক্ত করার ঘোষণা দিতে পারে।

প্রযুক্তি
আরো পড়ুন