আন্তর্জাতিক
মহানবীর (স.) প্রশংসা করায় মন্ত্রীর ওপর খেপলো বিজেপি
ভারতে ‘মর্যাদা পুরুষোত্তম’ বলে মহানবী হযরত মুহম্মদের (স.) প্রশংসা করায় বিহারের শিক্ষামন্ত্রী চন্দ্রশেখরের ওপর খেপেছে ভারতীয় জনতা পার্টি (বিজেপি)। দলটির মুখপাত্র বলছেন, লালু প্রসাদ যাদবের নেতৃত্বাধীন রাষ্ট্রীয় জনতা দল (আরজেডি) ধর্ম ও বর্ণের নামে উন্মাদনা ছড়িয়ে ভোট জিততে চাইছে।

ছবি: সংগৃহীত
শনিবার (৯ সেপ্টেম্বর) ইন্ডিয়া টুডে এক প্রতিবেদনে একথা জানিয়েছে। গত বৃহস্পতিবার (৭ সেপ্টেম্বর) কৃষ্ণ জন্মাষ্টমী উপলক্ষে আয়োজিত এক সমাবেশে বিহারের শিক্ষামন্ত্রী চন্দ্রশেখর বলেন, ইসলামের প্রতিষ্ঠাতা নবী মুহাম্মদ (স.) ছিলেন ‘মর্যাদা পুরুষোত্তম’, যা সংস্কৃত বাক্যে বোঝায় ‘নিখুঁত মানুষ’। চন্দ্রশেখর তার বক্তব্যে আরও বলেন, যখন বিশ্বে শয়তানবাদ বাড়ে, তখন বিশ্বাসের অবসান ঘটে। চারদিকে অসৎ মানুষ আর শয়তান ছড়িয়ে পড়লে, তখন মধ্য এশিয়া অঞ্চলে ঈশ্বর মহান পুরুষত্বের এক উজ্জ্বল মানুষ, মর্যাদা পুরুষোত্তম নবী মুহাম্মদকে (স.) সৃষ্টি করেছিলেন।’
আরজেডি নেতা আরও বলেন, ইসলাম এসেছে বিশ্বাসীদের জন্য, ইসলাম এসেছে অসততার বিরুদ্ধে, ইসলাম এসেছে মন্দের বিরুদ্ধে। তবে চন্দ্রশেখর মুহম্মদকে (স.) ‘মর্যাদা পুরুষোত্তম’ বলে প্রশংসা করার পর পরই বিজেপি পাল্টা আক্রমণ শানায়। দলের মুখপাত্র অরবিন্দ কুমার সিং বলেন, আরজেডি ধর্ম ও বর্ণের নামে উন্মাদনা ছড়িয়ে ভোট জিততে চাইছে। বিজেপির মুখপাত্র বলেন, ‘শিক্ষামন্ত্রী চন্দ্রশেখর মানসিক রোগের শিকার হয়েছেন। কখনও কখনও তিনি রামায়ণ সম্পর্কে মন্তব্য করেন এবং আবার কখনও তিনি নবী মুহাম্মদ (স.) সম্পর্কে কথা বলেন। এইসব লোক ধর্ম এবং বর্ণের নামে লড়াই করে ভোটের রাজনীতি করে এবং এর জন্য তাদের নিন্দা করাই যথেষ্ট নয়।’